ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভোটের দিন সাংবাদিকরা মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৭, ২৫ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ২২:৪৪, ২৫ সেপ্টেম্বর ২০২৩
ভোটের দিন সাংবাদিকরা মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন

ফাইল ফটো

সাংবাদিক নীতিমালা সংশোধন করে নির্বাচনের সময় শর্তসাপেক্ষে মোটরসাইকেল ব্যবহারের অনুমতি দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) এ সংক্রান্ত নীতিমালা জারি হতে পারে।

ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. শরিফুল আলম বলেন, শর্তসাপেক্ষে সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহারের অনুমতি দেওয়া হবে। মঙ্গলবার এ সংক্রান্ত নীতিমালা জারি করা হতে পারে।

আরো পড়ুন:

খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল রোববার নীতিমালা সংশোধনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সই করার মধ্য দিয়ে বিষয়টি অনুমোদন হয়ে যায়। বর্তমানে নীতিমালা জারি করার প্রস্তুতি নিচ্ছে ইসি সচিবালয়।

এদিকে, ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, বৈধ কাগজপত্র থাকলে নির্বাচনী দায়িত্ব পালনে সাংবাদিকদের মোটরসাইকেল চালাতে কোনো বাধা নেই। কমিশন বিষয়টিতে অনুমোদন দিয়েছে।

গত এপ্রিলে সাংবাদিক নীতিমালা জারি করে নির্বাচন কমিশন ভোটে সাংবাদিকদের মোটরসাইকেলে ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা দেয়। এ নিয়ে নির্বাচন কমিশনের কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি আপত্তি জানালে কয়েক দফা বৈঠকের পর সেই সিদ্ধান্ত থেকে সরে আসে ইসি।

ঢাকা/হাসান/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়