ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ডিএনসিসির ৪ কর্মকর্তাকে বদলি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৯, ২৭ সেপ্টেম্বর ২০২৩  
ডিএনসিসির ৪ কর্মকর্তাকে বদলি

রাজস্ব বিভাগের চাহিদা ও রাজস্ব আদায়ের বৃহত্তর স্বার্থে চার কর্মকর্তাকে বদলি করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ডিএনসিসি সূত্রে এ তথ্য জানা গেছে।

আরো পড়ুন:

ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক স্বাক্ষরিত এক অফিস আদেশে এই চার কর্মকর্তার বদলির আদেশ জারি করা হয়।

ডিএনসিসি সূত্র জানায়, রাজস্ব বিভাগের চাহিদা ও রাজস্ব আদায়ের স্বার্থে এই চার কর্মকর্তাকে বদলি করা হয়েছে। আগামী ৩ কার্জদিবসের মধ্যে তাদেরকে বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে হবে।

ডিএনসিসি সূত্রে জানা গেছে, কর কর্মকর্তা মনোয়ার হোসেনকে রাজস্ব বিভাগে বদলি করা হয়েছে। এ ছাড়া অঞ্চল-৪-এর কর কর্মকর্তা আবুল কালাম আজাদকে অঞ্চল-১-এ, অঞ্চল-৩-এর কর্মকর্তা রাকিবুল হাসান মিরাজকে অঞ্চল-৪-এ এবং সাধারণ প্রশাসন শাখার সহকারী সচিব মামুনুর রশিদকে অঞ্চল-৩-এর কর কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে।

/মেয়া/এসবি/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়