ঢাকা     শুক্রবার   ১৩ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ২৯ ১৪৩১

আন্তর্জাতিক মেরিটাইম সংস্থার ভাইস প্রেসিডেন্ট হলো বাংলাদেশ

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৮, ২৮ নভেম্বর ২০২৩  
আন্তর্জাতিক মেরিটাইম সংস্থার ভাইস প্রেসিডেন্ট হলো বাংলাদেশ

আন্তর্জাতিক মেরিটাইম সংস্থা-আইএমও’র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম। আইএমও’র ৩৩তম অধিবেশনে তিনি প্রথম ভাইস প্রেসিডেন্ট হিসেবে ১৫০ ভোটে নির্বাচিত হন।

লন্ডনের বাংলাদেশ হাইকমিশন জানায়, সোমবার (২৭ নভেম্বর) লন্ডনে এই অধিবেশন অনুষ্ঠিত হয়।

আন্তর্জাতিক মেরিটাইম সংস্থায় বাংলাদেশ প্রথমবারের মতো উচ্চ পর্যায়ের পদে নির্বাচিত হয়েছে। সৌদি আরবের প্রিন্স খালিদ বিন বন্দর আল সৌদ এই সংস্থার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

আন্তর্জাতিক মেরিটাইম সংস্থা জাতিসংঘের বিশেষ একটি সংস্থা। বিশ্বের ১৭৫ দেশ এই সংস্থার সদস্য। বিশ্বব্যাপী নিরাপদ সমুদ্রপথের নিয়মনীতি ঠিক রাখতে এই সংস্থা কাজ করে থাকে।

ঢাকা/হাসান/এনএইচ


সর্বশেষ

পাঠকপ্রিয়