ঢাকা     সোমবার   ০৭ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২২ ১৪৩১

ব্যারিস্টার মইনুল হোসেনের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৭, ১০ ডিসেম্বর ২০২৩   আপডেট: ১৪:৫৯, ১০ ডিসেম্বর ২০২৩
ব্যারিস্টার মইনুল হোসেনের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের দ্বিতীয় জানাজা সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১০ ডিসেম্বর) দুপুর ২টার দিকে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, সাবেক প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেন, আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ, অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি-সম্পাদকসহ আইনজীবী ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ব্যারিস্টার মইনুল হোসেন আর নেই

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে বারিধারা জামে মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর দুপুর ১২টার দিকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মরদেহ নিয়ে আসা হয়।

এদিকে, ব্যারিস্টার মইনুল হোসেনের মৃত্যুতে তার সম্মানে রোববার দ্বিতীয়ার্ধে বসেনি সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগ।

শনিবার ৯ সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মারা যান মইনুল হোসেন। ক্যান্সারে আক্রান্ত হয়ে গত কয়েকদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

ঢাকা/মামুন/ইভা 


সর্বশেষ

পাঠকপ্রিয়