ঢাকা     বৃহস্পতিবার   ১২ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৮ ১৪৩১

শপথ নিতে সংসদ ভবনে নবনির্বাচিত এমপিরা 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১০, ১০ জানুয়ারি ২০২৪  
শপথ নিতে সংসদ ভবনে নবনির্বাচিত এমপিরা 

নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেওয়ার জন্য জাতীয় সংসদ ভবনের ভেতরে প্রবেশ করেছেন। সংসদ ভবনের ১২ নম্বর গেট দিয়ে ভেতরে প্রবেশ করেছেন তারা।

সকাল থেকেই সংসদ ভবনের ১২ নম্বর গেটের সামনে ভিড় করে আছেন নেতাকর্মীরা। মানুষের চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের।

বুধবার (১০ জানুয়ারি) সকালে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত নতুন সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। 

/আসাদ/সাইফ/


সর্বশেষ

পাঠকপ্রিয়