ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘সব ধরনের কানেকটিভিটির তার মাটির নিচে নেওয়া হবে’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১২, ৯ মে ২০২৪  
‘সব ধরনের কানেকটিভিটির তার মাটির নিচে নেওয়া হবে’

জাতীয় সংসদে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক (ফাইল ফটো)

সব ধরনের কানেকটিভিটির তার মাটির নিচ দিয়ে টানা হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।  

বৃহস্পতিবার (৯ মে) জাতীয় সংসদ অধিবেশনে শফিকুল ইসলাম শিমুলের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।

প্রতিমন্ত্রী বলেন, আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশের অভিমুখে এগিয়ে চলেছি। স্মার্ট বাংলাদেশে সবকিছুই হবে স্মার্ট। সব ধরনের কানেকটিভিটির তার থাকবে মাটির নিচে। দেশব্যাপী আমরা এ কার্যক্রম শুরু করেছি। ঢাকার নানা স্থানসহ বিভিন্ন জেলায় বিদ্যুতের তার ভূগর্ভে স্থাপন করার জন্য প্রকল্প গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, ভবিষ্যতে কানেকটিভিটির শতভাগ তার ভূগর্ভে স্থাপন করা হবে। দেশে টিঅ্যান্ডটির লাইন শুধু গ্রাহক পর্যায়ে কারিগরি কারণে মাটির ওপর দিয়ে টানা হয়েছে। তবে, বিভিন্ন স্থানে টিঅ্যান্ডটির তার ভূগর্ভস্থ করা হয়েছে। যেমন: এক্সচেঞ্জ থেকে কেবিনেট পর্যন্ত লাইন মাটির নিচ দিয়ে টানা হয়েছে। ভবনে ফাইবার ক্যাবলের চ্যানেল, ইন্টারনেটসহ সব সার্ভিস লাইনের জন্য একক ডাক্ট ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশেও উন্নত দেশের মতো টিঅ্যান্ডটিসহ সব ধরনের কানেকটিভিটি তার মাটির নিচ দিয়ে টানা সম্ভব হবে। সব ধরনের তার ভূগর্ভস্থ রাখার পরিকল্পনা সরকারের রয়েছে। ভবিষ্যতে সেটা বাস্তবায়ন করা হবে।

এএএম/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়