ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গুলিস্তান থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ২১:৫১, ২২ মে ২০২৪  
গুলিস্তান থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

রাজধানীর গুলিস্তানের গোলাপ শাহ মাজার সংলগ্ন রাস্তা থেকে মুসা পাগলা (৭০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২২ মে) বিকেল সাড়ে ৪টার দিকে গোলাপ শাহ মাজার সংলগ্ন রাস্তা থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে ৫টার দিকে মৃত ঘোষণা করেন।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. মোনায়েম বলেন, আমরা খবর পেয়ে গুলিস্তানের গোলাপ শাহ মাজার সংলগ্ন রাস্তা থেকে অচেতন অবস্থায় ওই বৃদ্ধকে উদ্ধার করি। পরে ঢামেকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গোলাপ শাহ মাজারের আশপাশের লোকজনের বরাত দিয়ে তিনি বলেন, আমরা স্থানীয়দের মুখে জানতে পেরেছি নিহত ব্যক্তি পাগল প্রকৃতির ছিল। প্রাথমিকভাবে ধারণা করছি, অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে। তবুও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। মরদেহ ঢামেকের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

/এনএইচ/

সর্বশেষ

পাঠকপ্রিয়