ঢাকা     সোমবার   ১৭ জুন ২০২৪ ||  আষাঢ় ৩ ১৪৩১

ঘূর্ণিঝড় রেমাল

সরকা‌রি কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৮, ২৬ মে ২০২৪   আপডেট: ১৬:২২, ২৬ মে ২০২৪
সরকা‌রি কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল

ঘূর্ণিঝড় ‘রেমাল’ মোকাবিলায় দেশের সব মন্ত্রণালয়, বিভাগ এবং অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা ও কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে।

রোববার (২৬ মে) সচিবালয়ে ঘূর্ণিঝড় মোকাবিলায় আন্তঃমন্ত্রণালয় সভা শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান এ কথা জানান।

তি‌নি বলেন, ঘূ‌র্ণিঝড় শেষ না হওয়া পর্যন্ত সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। লঞ্চ-স্টিমার যেগুলো চলাচল করছে সেগুলো বন্ধ থাকবে। আজ সন্ধ্যা থেকে আগামীকাল সকাল পর্যন্ত বঙ্গবন্ধু টানেলও বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।

প্রতিমন্ত্রী ব‌লেন, ঝড়ের পর যেন ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে অন্য এলাকার কর্মকর্তারা কাজ করতে পারেন, সেজন্য টিম গঠনে নির্দেশ দেওয়া হয়েছে। সেভাবেই আমরা প্রস্তুত রেখেছি।

উপকূলীয় এলাকার লোকজন‌কে আশ্রয়‌কে‌ন্দ্রে যাওয়ার আহ্বান জা‌নি‌য়ে‌ছেন প্রতিমন্ত্রী।

তি‌নি ব‌লেন, আমি সবাইকে শেষবারের মতো আহ্বান জানাবো, কালবিলম্ব না করে যেসব এলাকা অ্যাফেক্টেড হওয়ার সম্ভাবনা ইতোমধ্যে ঘোষিত হয়েছে, সবাই এখনই নিরাপদ আশ্রয়ে চলে যান।

নঈমুদ্দীন/এনএইচ

সম্পর্কিত বিষয়:

ঘটনাপ্রবাহ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়