ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হিমাগারে ডিম মজুতের তদারকি করা হবে: কৃষিমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৮, ২৭ মে ২০২৪   আপডেট: ১৭:৫৯, ২৭ মে ২০২৪
হিমাগারে ডিম মজুতের তদারকি করা হবে: কৃষিমন্ত্রী

বাজারে ডিমের দাম কিছুটা বেড়েছে। বিভিন্ন হিমাগারে ডিম মজুতের খবর পাওয়া গেছে। এ বিষয়টি তদারকি করা হবে। সোমবার (২৭ মে) দুপুরে সচিবালয়ে কৃষি মন্ত্রণালয় সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক শেষে এই তথ্য জানান কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ। 

সভায় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এবং বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম উপস্থিত ছিলেন। এ ছাড়া মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, খাদ্য মন্ত্রণালয় সচিব কৃষি মন্ত্রণালয়ের সচিবসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে কৃষিমন্ত্রী বলেন, ‘এ বছর বোরোতে চালের উৎপাদন ভালো হয়েছে। চালের কোনো ঘাটতি নাই। দামও স্থিতিশীল আছে। আলুর উৎপাদন কিছুটা কম হয়েছে। আমদানি উন্মুক্ত আছে। সরকারি-বেসরকারি সবকিছু উন্মুক্ত আছে। পেঁয়াজ আমদানিও উন্মুক্ত আছে। কোনো সমস্যা হবে না। ডিমের দাম কিছুটা বেশি। হিমাগারে ডিম মজুতের খবর পাওয়া যাচ্ছে। বিষয়টি তদারকি করা হবে।’ 

কৃষিমন্ত্রী বলেন, ‘দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মনিটরিং চলছে। আমরা কিন্তু বসে নেই। আমাদের প্রত্যেক জেলা প্রশাসক আছেন। তাদের সঙ্গে যোগাযোগ হচ্ছে আমাদের ৷ সচিব মহোদয়ের যোগাযোগ হচ্ছে। প্রত্যেক সচিব কিন্তু এগুলো মনিটরিং করেন। আমাদের সব ব্যবস্থাই আমরা চালিয়ে যাচ্ছি।’ 

কৃষিমন্ত্রী আরও বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়ে প্রধানমন্ত্রী সজাগ আছেন। বাণিজ্য প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী কথা বলেছেন। আন্ত মন্ত্রণালয়ের এই বৈঠকের বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করা হবে। সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক থাকলে দাম বাড়বে না। এক সময় পণ্যের দাম বাড়লে রাস্তা গরম হয়েছে যেতো। এখন আর সেই পরিস্থিতি নেই।’ 

বৈঠকের তথ্য অনুযায়ী, দেশের হাওর অঞ্চলে শতভাগ ধান কাটা হয়েছে। আর সারা দেশে ৮৫ শতাংশ ধান কাটা সম্পন্ন হয়েছে। দেশের উপকূলীয় ৯৭ শতাংশ ধান কাটা সম্পন্ন হয়েছে। তবে ঝোড়ো বাতাসে ঢাকা জেলায় শাকসবজির কিছুটা ক্ষতি হয়েছে। গ্রীষ্মকালীন ফসল তরমুজ, পেঁয়াজ ও টমেটোর ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এ ছাড়া অতিবৃষ্টিতে আম, লিচু ও পানের বরজ ক্ষতিগ্রস্ত হতে পারে।’ 

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের পর রাশিয়া ইউক্রেন যুদ্ধে কারণে বিশ্বে নৃত্য পণ্যের দাম অস্বাভাবিক বাড়ে। দেশের বাজারেও পণ্যের দাম অস্বাভাবিক বেড়ে যায়। নিত্যপণ্য মানুষের নাগালে রাখতে কৃষি, বাণিজ্য, খাদ্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সমন্বয়ে বাজার পরিস্থিতিকে নিয়ন্ত্রণে নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে আন্ত মন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়।

আসাদ/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়