ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অনেক পক্ষের সুপারিশে কালো টাকা সাদা করার সুযোগ: এনবিআর

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৪, ৭ জুন ২০২৪  
অনেক পক্ষের সুপারিশে কালো টাকা সাদা করার সুযোগ: এনবিআর

এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম

‘আসন্ন ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নানান কারণে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে। রিটার্ন জমা না দিলে, ভুলবশত নানান কারণে টাকা কালো হয়। এ ছাড়া জমি বেচা-কেনার ক্ষেত্রে অপ্রদর্শিত বা কালো টাকা হয়। অনেক পক্ষের সুপারিশের পরিপ্রেক্ষিতে অপ্রদর্শিত অর্থ সাদা করার সুযোগ দেওয়া হয়েছে।’

শুক্রবার (৭ জুন) বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটোত্তর সংবাদ সম্মেলনে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম এসব কথা বলেন।
তিনি আরও বলেন, কালো টাকা যারা তৈরি করেন তারা এটা দেশের বাইরে নিয়ে ভোগবিলাস করেন। এই অপ্রদর্শিত আয় দেশে রাখার জন্য বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে।

আরো পড়ুন:

এরআগে বৃহস্পতিবার (৬ জুন) ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এবারের বাজেটে ঘাটতিই থাকবে ২ লাখ ৫৬ হাজার কোটি টাকা।

তানিম/ফয়সাল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়