ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রয়াত তওহীদ সিরাজের পরিবারের পাশে থাকব: মেয়র তাপস 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৬, ৭ জুন ২০২৪  
প্রয়াত তওহীদ সিরাজের পরিবারের পাশে থাকব: মেয়র তাপস 

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) প্রয়াত তত্ত্বাবধায়ক প্রকৌশলী তওহীদ সিরাজের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

শুক্রবার (৭ জুন) বাদ আসর সদ্যপ্রয়াত তওহীদ সিরাজের আত্মার মাগফিরাত কামনায় তার বনশ্রীর বাসভবনে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এ আশ্বাস দেন।

মেয়র তাপস বলেন, প্রয়াত তওহীদ সিরাজ স্বল্পভাষী, পরিশ্রমী ও অত্যন্ত ভালো মানুষ ছিলেন। কাজের প্রতি তার ভালোবাসা, নিষ্ঠা ও আন্তরিকতা সত্যিই প্রশংসনীয়। তওহীদ সিরাজের মৃত্যুতে তার পরিবার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। একইসাথে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনেরও অপূরণীয় ক্ষতি হয়েছে। তার পরিবার যেন তাকে হারানোর শোক সামলে নিতে পারে, সেজন্য আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে প্রার্থনা করি। আমি ব্যক্তিগতভাবে এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন তার পরিবারের সুখে-দুঃখে পাশে থাকব, যে কোনো প্রয়োজনে সাড়া দেবো।

উল্লেখ্য, তওহীদ সিরাজ গত বুধবার (৫ জুন) ভোরে মারা যান। তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ছিলেন। এছাড়াও তিনি বাজার নির্মাণ শাখার তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে অতিরিক্ত দায়িত্বে ছিলেন। তার বয়স হয়েছিল ৫৮ বছর। 

তওহীদ সিরাজের স্ত্রী ডা. শারমীন নাহার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের গাইনি বিভাগের সহযোগী অধ্যাপক। তার একমাত্র সন্তান এস এম ইসমাম তাহারাত নবম শ্রেণিতে পড়ে। 

দোয়া মাহফিলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, সচিব আকরামুজ্জামান, ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. মাকসুদ হোসেন, সংরক্ষিত আসনের কাউন্সিলর ও মেয়র প্যানেলের সদস্য ফারজানা ইয়াসমিন বিপ্লবী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী কাজী মো. বোরহান উদ্দিন ও মো. খায়রুল বাকের, নির্বাহী প্রকৌশলী ড. মোহাম্মদ সফিউল্লাহ সিদ্দিক ভুঁইয়া, সহকারী প্রকৌশলী গোলাম কিবরিয়াসহ প্রয়াত তওহীদ সিরাজের আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীগণ উপস্থিত ছিলেন।

এএএম/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়