ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইনার সার্কুলার সড়ক এখন ‘বীর মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মণি সরণি’ 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৩, ১১ জুন ২০২৪  
ইনার সার্কুলার সড়ক এখন ‘বীর মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মণি সরণি’ 

রাজধানীর রায়েরবাজার স্লুইস গেট থেকে পোস্তগোলা সেতু পর্যন্ত আট লেন বিশিষ্ট ইনার সার্কুলার সড়কের নাম ‘বীর মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মণি সরণি’ অনুমোদন করা হয়েছে। সোমবার (১০ জুন) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত দাপ্তরিক আদেশ থেকে এ তথ্য জানা গেছে। 

১৩ মে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সড়ক, ভবন ও স্থাপনা উপ-কমিটির সভার সুপারিশ, ২০ মে দ্বিতীয় পরিষদের ২৫তম করপোরেশন সভায় গৃহীত সিদ্ধান্ত এবং স্থানীয় সরকার বিভাগের গত ৩০ মে’র স্মারক মোতাবেক প্রাপ্ত অনুমোদনের পরিপ্রেক্ষিতে সড়কটির নাম ‘বীর মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মণি সরণি’ করা হয়েছে বলে দাপ্তরিক আদেশে উল্লেখ করা হয়েছে। 

উল্লেখ্য, গত ২৫ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবাজারে ‘রায়েরবাজার স্লুইস গেট থেকে পোস্তগোলা সেতু পর্যন্ত ইনার সার্কুলার রোড’ প্রকল্পসহ ৪টি প্রকল্পের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

৯৭৪ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে ৫ কিলোমিটার দৈর্ঘ্যের আট লেনের বীর মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মণি সরণি নির্মাণ করা হচ্ছে। প্রকল্পের আওতায় ১০ কিলোমিটার নর্দমা, ১০ কিলোমিটার ফুটপাত, ৩টি উড়াল সেতু, ৩টি ওভারব্রিজ, দুই কিলোমিটার রিটেইনিং ওয়াল, তিনটি মসজিদ, ছয়টি বাস-বে এবং ছয়টি যাত্রীছাউনি নির্মাণ করা হবে। এতে ঢাকা শহরের ভেতরে বাস, ট্রাক ও পণ্যবাহী যানবাহনের চাপ কমার পাশাপাশি বহুলাংশে যানজট নিরসন হবে বলে আশা করা হচ্ছে। ২০২৬ সালের জুনের মধ্যে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে।

এএএম/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়