ঢাকা     মঙ্গলবার   ২২ অক্টোবর ২০২৪ ||  কার্তিক ৬ ১৪৩১

ঢামেকে কারাবন্দি যুদ্ধাপরাধীর মৃত্যু

প্রকাশিত: ১০:৪১, ১৫ জুন ২০২৪  
ঢামেকে কারাবন্দি যুদ্ধাপরাধীর মৃত্যু

ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সৈয়দ মোহাম্মদ তিতুমীর (৬৭) নামে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত অসুস্থ এক হাজতির মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে অসুস্থ অবস্থায় কারারক্ষীরা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী মো. সুজন মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সৈয়দ মোহাম্মদ তিতুমীর মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি ছিলেন। তার বাবার নাম মৃত সৈয়দ হাসান আলী। তার হাজতি নম্বর ২৩১০০/২৪। 

ঢামেক পুলিশ ক‍্যাম্পের ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, কেরানীগঞ্জ থেকে একজন যুদ্ধাপরাধিকে ঢাকা মেডিক্যালে নিয়ে আসলে রাতে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। পরে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

ঢাকা/ইভা 


সর্বশেষ

পাঠকপ্রিয়