ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাংলাদেশের আম নিতে চায় চীন

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৮, ২৯ জুলাই ২০২৪  
বাংলাদেশের আম নিতে চায় চীন

বাংলাদেশের আম নিতে চায় চীন। দেশটির সরকার বাংলাদেশ থেকে আম রপ্তানির অনুমোদন দিয়েছে। সোমবার (২৯ জুলাই) ঢাকার চীনা দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে।

চীনা দূতাবাস জানায়, বাংলাদেশি তাজা আম চীনে রপ্তানির অনুমোদন পেয়েছে। চলতি বছরের ১০ জুলাই বেইজিংয়ে দুই দেশের নেতাদের সামনে ‌‘বাংলাদেশ থেকে চীনে তাজা আম রপ্তানির জন্য ফাইটোস্যানিটারির প্রয়োজনীয়তাবিষয়ক প্রটোকল’ সই হয়।

চীনের বাজারে তাজা আম রপ্তানি শুরু হলে বাংলাদেশের রপ্তানিতে বৈচিত্র্য আসবে বলে আশা প্রকাশ দেশটি।

বাংলাদেশের আম রপ্তানির বিষয়ে চীনের শুল্ক বিভাগের এ ঘোষণা প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরের সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।  

এর ফলে, বাংলাদেশের উন্নত জাতের আম চীনের বিশাল ভোক্তার বাজারে প্রবেশের সুযোগ পাবে, যা বাংলাদেশকে রপ্তানি পণ্যের বহুমুখীকরণের লক্ষ্য অর্জনে সহায়তা করবে। এটি দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতার পরস্পরের জন্য সুফল বয়ে আনবে।

ঢাকা/হাসান/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়