ঢাকা     মঙ্গলবার   ১০ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ২৬ ১৪৩১

আজও রাজধানীতে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছেন শিক্ষার্থীরা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৪, ৭ আগস্ট ২০২৪  
আজও রাজধানীতে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছেন শিক্ষার্থীরা

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে পড়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর রাজধানীসহ আনন্দ-উল্লাসে মেতে ওঠে সর্বস্তরের জনগণ। এ সময় শহরজুড়ে বিশৃঙ্খলায় ময়লা আবর্জনা সৃষ্টি হয়। সেসব ময়লা আবর্জনা গতকাল মঙ্গলবারের (৬ আগস্ট) মতো আজও নিজ হাতে পরিষ্কার-পরিচ্ছন্ন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার (৭ আগস্ট) বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতার কাজে নামতে দেখা গেছে। তাদের কেউ রাস্তা ঝাড়ু দিচ্ছেন, কেউ সড়কের আবর্জনা সরিয়ে ফেলছেন।

পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাও নিয়ন্ত্রণ করতে দেখা গেছে শিক্ষার্থীদের। সকাল থেকেই রাজধানীর সিগন্যালগুলোতে তারা পালা করে দায়িত্বপালন করছেন। কয়েক জায়গায় তাদের সঙ্গে আনসার সদস্যরাও রয়েছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের কিছু সদস্যদেরও বিভিন্ন সিগন্যালে দায়িত্বপালন করতে দেখা যাচ্ছে।

এর আগে, গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর দেশে কার্যত কোনো সরকার নেই। হামলার পর থেকে থানাগুলোতে পুলিশ কম। এছাড়া, বড় বড় মার্কেট ও দোকানপাট খোলেনি। মূলত মুদিদোকান, পাড়ার হোটেল, কাঁচাবাজারসহ গলির বাজারগুলো স্বাভাবিক।

/ঢাকা/হাসান/মেহেদী/


সর্বশেষ

পাঠকপ্রিয়