ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফরেনসিকের সেবা বিস্তার ও গবেষণায় সমঝোতা স্মারক সই

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩১, ১৫ সেপ্টেম্বর ২০২৪  
ফরেনসিকের সেবা বিস্তার ও গবেষণায় সমঝোতা স্মারক সই

বাংলাদেশে ফরেনসিক এবং ক্রাইম ইনভেস্টিগেশনের জগতকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে ঢাকার পুলিশ স্টাফ কলেজ (পিএসসি) বাংলাদেশ-এর সাথে বাংলাদেশ ইনস্টিটিউট অব ফরেনসিক সাইকোলজি অ্যান্ড সায়েন্সেস (বিআইএফপিএস)-এর সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

আশা করা হচ্ছে, এর মাধ্যমে দেশে ফরেনসিকের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ হবে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

স্মারকে নিজ নিজ পক্ষে স্বাক্ষর করেন পুলিশ স্টাফ কলেজের পরিচালক মোহাম্মদ শাহজাহান এবং বাংলাদেশ ফরেনসিক সাইকোলোজি অ্যান্ড সায়েন্সেস এর নির্বাহী পরিচালক সাফ্ফাত আহম্মদ খান।

এই সমঝোতা স্মারক স্বাক্ষর বাংলাদেশে ফরেনসিকের সেবা বিস্তার, প্রশিক্ষণ ও গবেষণা নিয়ে কাজ করে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

বিআইএফপিএস-এর ব্যবস্থাপনা পরিচালক মো. মিরাজ হোসেন বলেন, আমরা যদি বাংলাদেশ পুলিশকে ফরেনসিকে আরো দক্ষ করে তুলতে পারি এবং ফরেনসিক বিশেষজ্ঞদের সাথে নিয়ে কাজ করতে পারি তাহলে আমাদের দেশে কেউ প্রমাণের অভাবে বিচারহীন থাকবে না। দেশে সবাইকে সুবিচার দেওয়া এবং অপরাধও কমিয়ে আনা সম্ভব হবে।

/হাসান/সাইফ/

সর্বশেষ

পাঠকপ্রিয়