রাজধানীতে ঝোপ থেকে মরদেহ উদ্ধার
রাজধানীর খিলগাঁওয়ের তালতলা ঝিলপাড়ে ঝোপের ভিতর থেকে নুর ইসলাম নামে ৫০ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ওই মরদেহ উদ্ধার করা হয়।
খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আব্দুল্লাহ আল হাসান বলেছেন, আমারা খবর পেয়ে তালতলা ঝিলপাড়ে যাই। সেখানে ঝোপের ভিতর থেকে মরদেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। নুর ইসলামের শরীরের বিভিন্ন অংশে জখমের চিহ্ন দেখা গেছে।
তিনি আরও বলেন, সিআইডি’র ক্রাইম সিন ইউনিট ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় নিশ্চিত করেছে। নুর ইসলাম ঢাকার কেরানীগঞ্জের আটি রায়েরচড় গ্রামের আব্দুল করিমের ছেলে। এ বিষয়ে তদন্ত চলছে।
ঢাকা/রফিক