ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ডোনাল্ড ট্রাম্পকে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের অভিনন্দন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৬, ৬ নভেম্বর ২০২৪   আপডেট: ২১:২৯, ৬ নভেম্বর ২০২৪
ডোনাল্ড ট্রাম্পকে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের অভিনন্দন

ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় তাকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রপতির প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও।

মার্কিন যুক্তরাষ্ট্রের ২৪৮ বছরের ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি হিসেবে এক মেয়াদের বিরতিতে দ্বিতীয় বারের মতো হোয়াইট হাউসের মসনদে ফিরলেন রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে অনানুষ্ঠানিকভাবে জয়ী হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বুধবার (৬ নভেম্বর) রাতে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, তিনি ২৭৯টি ইলেকটোরাল ভোট পেয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে বিজয়ী হওয়ার জন্য তার ২৭০টি ভোটের প্রয়োজন ছিল। 

এবারের নির্বাচনে ট্রাম্প পেয়েছেন ৭ কোটি ১৭ লাখ ৬৯ হাজার ৯৬৮ ভোট, যা মোট ভোটের ৫১ দশমিক শূন্য দশমিক ৫ শতাংশ। তার প্রধান প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিস পেয়েছেন ৬ কোটি ৬৭ লাখ ১৮ হাজার ৫০০ ভোট, যা মোট ভোটের ৪৭ দশমিক ৪৬ শতাংশ।

ভোট গণনায় জয় নিশ্চিত হওয়ার পর থেকেই অভিনন্দনের জোয়ারে ভাসছেন ডোনাল্ড ট্রাম্প। তাকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন রাষ্ট্রপ্রধান এবং সরকারপ্রধান।

হাসান/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়