ঢাকা     মঙ্গলবার   ০৯ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না: ধর্ম উপদেষ্টা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২২, ৩ ডিসেম্বর ২০২৪  
ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না: ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘‘দেশের ভিতরে ও বাইরে একটি গোষ্ঠী আমাদের সৌহার্দ্য ও সম্প্রীতি বিনষ্ট করে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা চালাচ্ছে। দেশবাসীকে সাথে নিয়ে সকল ষড়যন্ত্র নস্যাৎ করা হবে। কোনো ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না।’’

মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) মাল্টিপারপাস হলে বাউফল ফাউন্ডেশন ঢাকা আয়োজিত গুণীজন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

বাংলাদেশকে বৈচিত্র্যময় দেশ অভিহিত করে ধর্ম উপদেষ্টা বলেন, ‘‘আমাদের প্রিয় মাতৃভূমিতে নানা ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের মানুষের বসবাস। সাংবিধানিকভাবে সকলের অধিকার সমান। সকল ধর্মের মানুষ নিজেদের ধর্ম চর্চা, প্রচার ও পালন করে আসছে। আগামীতেও সকলে নির্বিঘ্নে ধর্ম পালন করে যাবে।’’

তি‌নি বলেন, ‘ব্যক্তি হোক কিংবা গোষ্ঠী, যারা চক্রান্ত করবে, সরকার তদন্তের মাধ্যমে তাদেরকে বিচারের মুখোমুখি দাঁড় করাবে। ফৌজদারি অপরাধের সাথে জড়িত ব্যক্তিদের বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।’’

আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘‘বর্তমানে বাংলাদেশ যেখানে দাঁড়িয়ে আছে, তার পিছনে গুণীজনদের অবদান অনস্বীকার্য। অতীতে বাউফল থানার গুণীজনরা জাতি গঠনে বিশেষ ভূমিকা পালন করেছেন। আগামী দিনেও বাঙালি জাতিসত্তার বিকাশে বাউফল থানা থেকে আরো বেশি গুণীজন তৈরি হবে।’’

সরকার নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, জা‌নি‌য়ে উপ‌দেষ্টা ব‌লেন, ‘‘ইতোমধ্যে নির্বাচন কমিশন পুনর্গঠিত হয়েছে এবং প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার শপথ নিয়েছেন। এর পর ভোটার তালিকা হালনাগাদ করা হবে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রধান উপদেষ্টা নির্বাচনের যে তারিখ ঘোষণা করবেন, সেই তারিখে নির্বাচন হবে এবং ১৫-১৬ বছর পর জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে।’’

‘‘ভোটের সংস্কৃতি বিলুপ্ত হয়ে গেছে এবং রাজনৈতিক সংস্কৃতিও হারিয়ে ফেলেছিলাম। এই সংস্কৃতিকে আমরা ফিরিয়ে আনতে চাই। জনগণ যাদেরকে নির্বাচন করবে, তাদের হাতে দায়িত্ব হস্তান্তর করে আমরা বিদায় নেব। আগামীতে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবেন, তাদের পথ আমরা সুগম করে যাবো,’’ ব‌লেন তি‌নি।

ওই অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে ২০ জন গুণী ব্যক্তি, ১২০ জন শিক্ষার্থী ও ৬ জন শহিদের পরিবারকে সংবর্ধনা দেওয়া হয়।

বাউফল ফাউন্ডেশন ঢাকার চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন সাবেক যুগ্ম সচিব রফিকুল ইসলাম ও  আব্দুল হক প্রমুখ। অনুষ্ঠানে সাইমুম শিল্পী গোষ্ঠী দেশাত্মবোধক ও ইসলামী সংগীত পরিবেশন করে।

পরে ধর্ম উপদেষ্টা উত্তর যাত্রাবাড়ীতে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের কেন্দ্রীয় কার্যালয় এবং মাদ্রাসা মুহাম্মাদীয়া আরাবীয়া পরিদর্শন করেন।

ঢাকা/নঈমুদ্দীন/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়