ঢাকা     সোমবার   ০৮ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বগুড়ার জুলাই শহীদ কমর উদ্দিনের বাড়িতে হামলা

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২০, ৮ ডিসেম্বর ২০২৫  
বগুড়ার জুলাই শহীদ কমর উদ্দিনের বাড়িতে হামলা

হামলায় মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ কমর উদ্দিন বাঙ্গির পরিবারের সদস্যদের ওপর হামলা করা হয়েছে। এতে শহীদ কমর উদ্দিন বাঙ্গির নাতি শিমুলসহ তিনজন আহত হয়েছে।

রবিবার (৭ ডিসেম্বর) রাত ৮টার দিকে বগুড়ার সদর উপজেলার চক আকাশতারা খাপাড়া এলাকায় বাড়িতে হামলা করা হয়। ভুক্তভোগীরা সদর থানায় মামলা করেছেন।

আরো পড়ুন:

রাতে বাড়ির সামনে শিমুল ব্যাডমিন্টন খেলছিল। কয়েকজন যুবক এসে তাকে ধারালো রামদা দিয়ে আঘাত করে। রক্তাক্ত অবস্থায় শিমুলকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তাকে বাঁচাতে গেলে স্থানীয় বাসিন্দা দুইজনকে হামলাকারীরা মারধর করে। তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শহীদ কমর উদ্দিনের মা জমেলা বেগম বলেন, ‘‘আমার ছেলে দেশের জন্য জীবন দিল। আর আজ আমাদের বাড়িতে হামলা হয়। আমরা কি একটু শান্তিতে থাকতে পারব না? কয়েকজন যুবক হঠাৎ এসে আমাদের ঘরবাড়ি ভাঙতে শুরু করে। এমন ঘটনা কখনো দেখিনি। আমরা সুষ্ঠু বিচার দাবি করি।’’  

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ‘‘তারা অভিযোগ দেওয়ায়, সেটি মামলা হিসেবে নেওয়া হয়েছে। আমরা বিষয়টি খুব গুরুত্বের সঙ্গে দেখছি এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।’’

ঢাকা/এনাম/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়