ঢাকা     সোমবার   ০৮ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নির্বাচন পর্যবেক্ষক হিসেবে নিবন্ধন পেল ৮১ সংস্থা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৩, ৮ ডিসেম্বর ২০২৫   আপডেট: ২০:৫১, ৮ ডিসেম্বর ২০২৫
নির্বাচন পর্যবেক্ষক হিসেবে নিবন্ধন পেল ৮১ সংস্থা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাঁচ বছরের জন্য ৮১টি দেশীয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 

সোমবার (৮ ডিসেম্বর) ইসির জনসংযোগ শাখা এ তথ্য নিশ্চিত করেছে।

আরো পড়ুন:

ইসির তথ্য অনুযায়ী, নির্বাচন পর্যবেক্ষকদের প্রাথমিক তালিকা হিসেবে গত ২৮ সেপ্টেম্বর ৭৩টি স্থানীয় সংস্থার নাম প্রকাশ করা হয়। এরপর এসব সংস্থার বিরুদ্ধে যেকোনো দাবি, আপত্তি বা অভিযোগ ২০ অক্টোবরের মধ্যে নির্বাচন কমিশন সচিবের কাছে লিখিতভাবে জমা দিতে বলা হয়। অভিযোগের পক্ষে প্রমাণও দাখিল করতে হয়।

নির্বাচন কমিশন জানায়, যাচাই-বাছাই ও দাবি-আপত্তি নিষ্পত্তির পর প্রথম ধাপে ৬৬টি দেশীয় পর্যবেক্ষক সংস্থাকে অনুমোদন দেওয়া হয়। এই সংস্থাগুলোকে ৬ নভেম্বর ২০২৪ থেকে ৫ নভেম্বর ২০৩০ পর্যন্ত মেয়াদে নিবন্ধন দেওয়া হয়েছে।

পরবর্তীতে দ্বিতীয় ধাপে যাচাই-বাছাই শেষে আরো ১৫টি সংস্থাকে চূড়ান্ত অনুমোদন দেয় ইসি। এদের নিবন্ধনের মেয়াদ ৪ ডিসেম্বর ২০২৫ থেকে ৩ ডিসেম্বর ২০৩০ পর্যন্ত।

সব মিলিয়ে আগামী পাঁচ বছরের জন্য নিবন্ধিত দেশীয় পর্যবেক্ষক সংস্থার সংখ্যা দাঁড়িয়েছে ৮১টি।

ঢাকা/এএএম/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়