ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বছরের প্রথম দিনে ১১ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৪, ১ জানুয়ারি ২০২৫  
বছরের প্রথম দিনে ১১ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

পাইপলাইনে জরুরি মেরামত কাজের জন্য রাজধানীর কয়েকটি এলাকায় বছরের প্রথম দিনে ১১ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বুধবার (১ জানুয়ারি) সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত ধানমন্ডি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) তিতাস গ্যাস কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার (১ জানুয়ারি) গ্যাস পাইপলাইন রক্ষণাবেক্ষণ কাজের জন্য সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ১১ ঘণ্টা কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এলাকাগুলো হলো—পশ্চিম রাজাবাজার, ইন্দিরা রোড, শুক্রাবাদ।

একই সময়ে আশপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

ঢাকা/হাসান/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়