ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রস্তাবিত কোনো চুক্তির আলোচনায় ব্যত্যয় ঘটবে না: চীনা রাষ্ট্রদূত

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৫, ১৯ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৩:৫৮, ১৯ জানুয়ারি ২০২৫
প্রস্তাবিত কোনো চুক্তির আলোচনায় ব্যত্যয় ঘটবে না: চীনা রাষ্ট্রদূত

রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের উদ্দেশে কথা বলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

ঋণচুক্তি, তিস্তা প্রকল্প, বাণিজ্য বৈষম্য কমানোসহ বাংলাদেশের সঙ্গে চীনের যেসব চুক্তির প্রস্তাব আলোচনায় রয়েছে, সেগুলো অব্যাহত রাখার ক্ষেত্রে কোনো ব্যত্যয় ঘটবে না বলে মন্তব্য করেছেন ঢাকায় দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

তিনি বলেন, “চীন-বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে চীনের অঙ্গীকার অপরিবর্তিত রয়েছে। চীন সবসময় বাংলাদেশের বন্ধু ছিল এবং ভবিষ্যতেও থাকবে।”

রবিবার (১৯ জানুয়া‌রি) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের উদ্দেশে কথা বলছিলেন ইয়াও ওয়েন।

চীনের সঙ্গে বাণিজ্য বৈষম্য কমাতে কৃষিসহ অন্যান্য পণ্য রপ্তানি, রিজার্ভ বাড়ানোর জন্য চীন থেকে ঋণ সহায়তা ও বাজেট সহায়তা, তিস্তা প্রকল্পসহ দ্বিপক্ষীয় গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে দেশটির সঙ্গে বাংলাদেশের কয়েকটি চুক্তির প্রস্তাব আলোচনায় রয়েছে।  ৫ আগস্টের পট পরিবর্তনের পর দেশটির মুখপাত্র বলেছিলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতিতে যত পরিবর্তনই আসুক না কেন, চীন-বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না।

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন সোমবার (২০ জানুয়ারি) বেইজিং সফরে যাচ্ছেন। এর মধ্যে দিয়ে ঢাকা-বেইজিং সম্পর্কে নতুন মাত্রা যুক্ত হবে বলে আশা করা হচ্ছে।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, “চীনের সঙ্গে বাংলাদেশের আগের মতোই সম্পর্ক থাকবে এবং ভবিষ্যতেও দুই দেশের সম্পর্কে কোনো চিড় ধরবে না; বরং এই সম্পর্ক কারো গভীর হবে।”

বাংলাদেশ সঙ্গে চীনের প্রস্তাবিত চুক্তিগুলোর বিষয়ে তিনি বলেন, “বাংলাদেশ পক্ষ থেকে যেসব চুক্তির প্রস্তাব রয়েছে, সেগুলো এগিয়ে নেওয়ার ক্ষেত্রে কোনো ব্যত্যয় ঘটবে না।”

তিস্তা প্রকল্প বিষয়ে এক প্রশ্নে ইয়াও ওয়েন বলেন, “এ নিয়ে কাজ করে যাচ্ছে চীন। এটা সমাধান করা হবে।”

জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহতদের জন্য চীনের পক্ষ থেকে যে সহযোগিতার কথা বলা হয়েছিল, তা অব্যাহত থাকবে কিনা- এমন প্রশ্নে তিনি বলেন, “এ ক্ষেত্রে বাংলাদেশের যদি কোনো ধরনের চিকিৎসা ইনস্ট্রুমেন্ট লাগে, চায়না সরকার তা সরবরাহ করবে এবং বাংলাদেশের মানুষকে সার্বিক সহযোগিতা করবে।”

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, “ব্রহ্মপুত্রে ভারত যে বাঁধ তৈরি করছে, চীন সেটি পর্যবেক্ষণ করছে।”

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ইয়াও ওয়েনের সঙ্গে চীনা দূতাবাসের দুজন ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

ঢাকা/হাসান/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়