ঢাকা     মঙ্গলবার   ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ||  ফাল্গুন ৫ ১৪৩১

প্রেম করে বিয়ে, ৫ মাসেই লাশ গৃহবধূ

প্রকাশিত: ২১:৫১, ২০ জানুয়ারি ২০২৫   আপডেট: ২২:৩৭, ২০ জানুয়ারি ২০২৫
প্রেম করে বিয়ে, ৫ মাসেই লাশ গৃহবধূ

রাজধানীর ডেমরা এলাকার একটি বাসা থেকে জান্নাতী আক্তার মুন্নি (১৮) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০ জানুয়ারি) দুপুর ২টার দিকে ডেমরা সুকুরশি ঢালিবাড়ি এলাকার বাসার নিচতলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ময়না তদন্তের জন্য সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

বরগুনার আমতলি উপজেলার আবুল বাসার আকন্দের মেয়ে জান্নাতি। বর্তমানে ডেমরা সুকুরশি এলাকায় স্বামী নাজমুল হাওলাদারের সঙ্গে থাকতেন।

হাসপাতালে জান্নাতীর শ্বশুর কামাল হোসেন জানান, ৫ মাস আগে প্রেমের সম্পর্ক করে তার ছেলে নাজমুল জান্নাতীকে বিয়ে করেন। নাজমুল একটি মোবাইল সার্ভিসিংয়ের দোকানে কাজ করেন। সোমবার সকালে নাজমুল বাসায় কম্পিউটারে কাজ করছিলেন। এ সময় জান্নাতী এসে হঠাৎ করে কম্পিউটার বন্ধ করে দেন। এ বিষয় নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হয়। এরপর নাজমুল কাজে বের হয়ে যান। শ্বশুরও বাইরে চলে যান। কিছুক্ষণ পর বাসায় ফিরে এসে দেখেন, জান্নাতী ফ্যানের সঙ্গে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলছে। পরে নিজেরাই ঝুলন্ত অবস্থা থেকে নিচে নামিয়ে এরপর পুলিশ খবর দেন তারা।

ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা জানান, প্রাথমিকভাবে জানতে পেরেছি পারিবারিক কলোহের জেরে জান্নাতী নামে গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে ময়না তদন্তের পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

ঢাকা/এনএইচ


সর্বশেষ

পাঠকপ্রিয়