কমিউনিটি ব্যাংকের বার্ষিক ‘রিস্ক কনফারেন্স’ অনুষ্ঠিত
প্রেস বিজ্ঞপ্তি || রাইজিংবিডি.কম
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির বার্ষিক ‘রিস্ক কনফারেন্স ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। এতে ‘রিস্ক ম্যানেজমেন্ট’ কাঠামো শক্তিশালী করার কৌশল, নীতি ও বাস্তবায়ন পদ্ধতি নিয়ে আলোচনা হয়।
শনিবার (৬ ডিসেম্বর) ঢাকার একটি হোটেলে এ সম্মেলন হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশনের (ডিওএস-২) পরিচালক আ.ন.ম. মঈনুল কবীর।
এছাড়া, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম-পরিচালক মাহমুদা হক ও এম.এম. অপূর্ব আবরার উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানান কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্মেলনে ব্যাংকের সামগ্রিক ‘রিস্ক ম্যানেজমেন্ট’ কাঠামোকে আরো শক্তিশালী করার বিভিন্ন কৌশল, নীতি এবং বাস্তবায়ন পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা ঝুঁকি ব্যবস্থাপনার উন্নত মানদণ্ড বজায় রাখা এবং টেকসই ব্যাংকিং কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে আধুনিক প্রাতিষ্ঠানিক সক্ষমতার গুরুত্ব তুলে ধরেন।
ঢাকা/ইভা