ঢাকা     সোমবার   ০৮ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঘোষণার ৬ মাস পর টুঙ্গিপাড়ায় এনসিপির সমন্বয় কমিটি গঠন

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১১, ৮ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৫:১৩, ৮ ডিসেম্বর ২০২৫
ঘোষণার ৬ মাস পর টুঙ্গিপাড়ায় এনসিপির সমন্বয় কমিটি গঠন

সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দেওয়ার ছয় মাস পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সমন্বয় কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রবিবার (৭ ডিসেম্বর) এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আখতার হোসেন ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সমন্বয় কমিটি ঘোষণা করা হয়।

আগামী তিন মাস অথবা আহ্বায়ক কমিটি গঠন না হওয়া পর্যন্ত এ কমিটি কার্যকর থাকবে বলে এনসিপির অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়েছে।

টুঙ্গিপাড়া উপজেলায় এনসিপির প্রধান সমন্বয়কারী হয়েছেন মুতাসিম বিল্লাহ (এম বিল্লাহ), যুগ্ম সমন্বয়কারী শাহিদ আলম, শফিকুল ইসলাম, কোকিল মিয়াসহ ১০ জন। সদস্য পদ পেয়েছেন ২৯ জন। মোট ৪০ সদস্যের সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।

এসব তথ্য নিশ্চিত করে এনসিপির গোপালগঞ্জ জেলার প্রধান সমন্বয়কারী আরিফুল দাড়িয়া বলেছেন, রবিবার ৪০ সদস্য বিশিষ্ট টুঙ্গিপাড়া উপজেলার সমন্বয় কমিটির ঘোষণা করা হয়েছে। সংগঠনের সম্প্রসারণ ও কার্যক্রম গতিশীল করতে এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

২০২৫ সালের ৪ জুন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অফিসিয়াল ফেসবুক পেজে ঘোষণা দেওয়া হয় যে, টুঙ্গিপাড়া-কোটালীপাড়াসহ ২০টি উপজেলা সমন্বয় কমিটি আসছে। সেই ঘোষণার ৬ মাস পর রবিবার (৭ ডিসেম্বর) টুঙ্গিপাড়া উপজেলার সমন্বয় কমিটির অনুমোদন দেয় এনসিপি। 

ঢাকা/বাদল/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়