ঢাকা     সোমবার   ০৮ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হামদর্দ বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৮, ৮ ডিসেম্বর ২০২৫  
হামদর্দ বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের সভা অনুষ্ঠিত

হামদর্দ বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (৮ ডিসেম্বর) হামদর্দ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার বাংলামটরে প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান, জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান।

সভায় উপস্থিত ছিলেন বোর্ডের ভাইস-চেয়ারম্যান, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. চৌধুরী মাহমুদ হাসান; ট্রাস্টি বোর্ডের মহাসচিব, হামদর্দ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও চিফ মোতাওয়াল্লী ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া।

এছাড়া, সভায় অংশ নেন ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)-এর চেয়ারম্যান, বিশিষ্ট অর্থনীতিবিদ ও পুঁজিবাজার বিশ্লেষক প্রফেসর আবু আহমেদ; সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এসডিএফ) চেয়ারম্যান, একুশে পদকপ্রাপ্ত বক্ষব্যাধী বিশেষজ্ঞ অধ্যাপক ডা. ইকবাল হাসান মাহমুদ; সাবেক সিনিয়র জেলা জজ আবুল হোসেন খন্দকার এবং ওয়াক্ফ প্রশাসক মো. নুর-ই-আলম।

অনলাইনের মাধ্যমে সভায় যুক্ত হন বোর্ড অব ট্রাস্টিজের অন্যতম সদস্য, জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ও সাবেক সচিব ড. মুহাম্মদ আব্দুল মজিদ এবং মাওলানা মো. আবদুল মুনায়েম।
সভায় হামদর্দ বাংলাদেশের চলমান কার্যক্রম, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং মানবকল্যাণে গৃহীত বিভিন্ন উদ্যোগের মূল্যায়ন করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানকে আধুনিকায়ন, স্বাস্থ্যসেবার সম্প্রসারণ এবং শিক্ষা ও গবেষণায় অবদান আরও জোরদার করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়।

ঢাকা/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়