ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দেশ অচল করে দেওয়ার হুমকি 

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৪, ১৪ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১৫:০০, ১৪ ফেব্রুয়ারি ২০২৫
দেশ অচল করে দেওয়ার হুমকি 

পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার শাহাদাত ফরাজী সাকিবকে নিঃশর্ত মুক্তি না দিলে পার্বত্য চট্টগ্রামসহ গোটা দেশ অচল করে দেওয়ার হুমকি দিয়েছে ‘পার্বত্য চট্টগ্রাম বৈষম্যবিরোধী ছাত্রজনতা’ নামের একটি সংগঠন।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ হুমকি দেওয়া হয়। 

মোহাম্মদ ইব্রাহিম খলিল চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন— চট্টগ্রাম নাগরিক পরিষদের স্ট্যান্ডিং কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মো. আলকাছ আল মামুন ভূইয়া, বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনির, নাগরিক পরিষদের সহ-সভাপতি শেখ আহমেদ রাজু, ঢাকা মহানগর কমিটির সভাপতি মো. আব্দুল হামিদ রানা, ছাত্রনেতা ইখতিয়ার ইমন ও রাসেল মাহমুদ প্রমুখ। 

আলকাছ আল মামুন বলেন,“গত ১৫ জানুয়ারি মতিঝিলে পাঠ্যপুস্তকে আদিবাসী গ্রাফিতির প্রতিবাদ করতে গিয়ে হামলার শিকার হন শাহাদাত ফরাজী সাকিব। দুর্ভাগ্যক্রমে তাকেই আবার মামলার আসামি করা হয়। অথচ, যারা রাষ্ট্রবিরোধী কাজে জড়িত, যারা এ ন্যক্কারজনক ঘটনার জন্ম দিল, সেসব রাষ্ট্রদ্রোহীর বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে ছাত্রনেতা শাহাদাত ফরাজী সাকিবকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হলো। এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।”

অনতিবিলম্বে শাহাদাত ফরাজী সাকিবের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম বৈষম্যবিরোধী ছাত্রজনতা। অন্যথায়, দেশবাসীকে সঙ্গে নিয়ে পার্বত্য চট্টগ্রামসহ গোটা দেশ অচল করে দেওয়ার হুমকি দিয়েছে সংগঠনটি।

গত ১২ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে শাহাদাত ফরাজী সাকিবকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ঢাকা/মামুন/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়