ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মার্কিন শুল্ক ইস্যুতে জরুরি সভা ডেকেছেন প্রধান উপদেষ্টা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৩, ৫ এপ্রিল ২০২৫   আপডেট: ১৫:১১, ৫ এপ্রিল ২০২৫
মার্কিন শুল্ক ইস্যুতে জরুরি সভা ডেকেছেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা পাল্টা শুল্ক নিয়ে সৃষ্ট পরিস্থিতিতে করণীয় নির্ধারণে জরুরি সভার আহ্বান করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। 

শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সভা অনুষ্ঠিত হবে।

আজ দুপুরে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

ফেসবুকে তিনি লেখেন, মার্কিন শুল্ক ইস্যু নিয়ে আলোচনার জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় একটি জরুরি সভা আহ্বান করেছেন। শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ, উপদেষ্টা এবং কর্মকর্তারা এই সভায় যোগ দেবেন।
এছাড়া, আগামীকাল ৬ এপ্রিল অর্থ উপদেষ্টার নেতৃত্বে আরেকটি সভা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। 

ভারত, চীন, ইউরোপীয় ইউনিয়নসহ বিশ্বের অনেক দেশের পণ্য আমদানির ওপর উচ্চহারে শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। বাংলাদেশি পণ্যের ওপর অতিরিক্ত ৩৭ শতাংশ শুল্ক চাপিয়ে দিয়েছেন তিনি। ৪ এপ্রিল থেকে যা কার্যকর হয়। 

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার মার্কিন প্রেসিডেন্টের শুল্ক আরোপের ঘোষণায় বিশ্বের অন্যান্য দেশ ও প্রতিষ্ঠানের মতো বাংলাদেশেও তার তাৎক্ষণিক ও ভবিষ্যৎ অভিঘাত নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

বাংলাদেশের তৈরি পোশাকের একক শীর্ষ গন্তব্য যুক্তরাষ্ট্র। ট্রাম্পের শুল্ক আরোপের ঘোষণায় বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিকারকদের মধ্যে সৃষ্ট উদ্বেগের বিষয়টি সামনে এসেছে, যা নিয় কথা বলেছেন ব্যবসায়ী ও বিশেষজ্ঞরা।

ঢাকার শিল্প খাতের নেতাদের আশঙ্কা, উচ্চ শুল্ক আরোপের ফলে বাংলাদেশের প্রতিযোগিতামূলক অবস্থান দুর্বল হয়ে যেতে পারে।

এদিকে, ব্যাংককে বিমসটেক শীর্ষ সম্মেলন চলাকালে যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে শুল্ক ইস্যু সমাধানে ইতিবাচক অগ্রগতি হবে বলে দৃঢ় আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। 

তিনি বলেন, ‘আমরা বিষয়টি পর্যালোচনা করছি। যেহেতু এটি আলোচনাযোগ্য, তাই আমরা আলোচনা করব এবং আমি নিশ্চিত যে আমরা সর্বোত্তম সমাধানে পৌঁছাতে পারব।’

ঢাকা/হাসান/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়