ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘শুধু সরকার ও দল নয়, বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক চায় চীন’

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৯, ১৩ এপ্রিল ২০২৫  
‘শুধু সরকার ও দল নয়, বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক চায় চীন’

ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, আমাদের সম্পর্ক দুই দেশের মধ্যে। চীন শুধু সরকার ও দল নয়, বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক চায়।  

রবিবার (১৩ এপ্রিল) নর্থ সাউথ ইউনিভার্সিটিতে এক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

‘চীন-বাংলাদেশ সম্পর্ক পুনর্মূল্যায়ন: প্রধান উপদেষ্টার যুগান্তকারী সফর’ শীর্ষক এক সম্মেলনের আয়োজন করে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। এতে বিশেষ অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

তিনি আরো বলেন, বাংলাদেশ কখনো তাইওয়ানকে দেশ হিসেবে স্বীকৃতি দেয়নি। প্রধান উপদেষ্টার চীন সফরে বাংলাদেশের সেই পজিশন আবার উঠে এসেছে। প্রধান উপদেষ্টার চীন সফর একটি মাইল ফলক। আমাদের সম্পর্ক দুই দেশের মধ্যে। চীন শুধু সরকার ও দল নয়, বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক চায়।  

রাষ্ট্রদূত আরো বলেন, আন্তর্জাতিক আইন ও রীতি লঙ্ঘন করে যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশের ওপর শুল্ক আরোপ করেছে। বাংলাদেশের ওপর শুল্ক আরোপ করেছে। চীনের ওপরও করেছে। তবে চীন তার বন্ধু দেশগুলোকে পাশে নিয়েই এ বিষয়ে সমাধান প্রত্যাশা করে।

চীনা রাষ্ট্রদূত জানান, কারিগরি শিক্ষায় বাংলাদেশকে সহায়তা দেবে চীন। সে জন্য কিছু চীনা কোম্পানি কারিগরি শিক্ষাখাতে বাংলাদেশে বিনিয়োগ করবে।

ঢাকা/হাসান/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়