ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইন্টারনেট ট্রান্সমিশনে মূল্য হ্রাস-সংক্রান্ত বাহন লিমিটেডের বিজ্ঞপ্তি প্রত্যাহার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২১, ২৯ এপ্রিল ২০২৫   আপডেট: ১২:২১, ২৯ এপ্রিল ২০২৫
ইন্টারনেট ট্রান্সমিশনে মূল্য হ্রাস-সংক্রান্ত বাহন লিমিটেডের বিজ্ঞপ্তি প্রত্যাহার

‘ইন্টারনেট ট্রান্সমিশনে মূল্য হ্রাসের ঘোষণা বাহন লিমিটেডের’ শীর্ষক সংবাদ বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করা হয়েছে।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিন সোমবার (২৮ এপ্রিল) এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, “রবিবার (২৭ এপ্রিল) বাহন লিমিটেডের ইন্টারনেট ট্রান্সমিশনে মূল্য হ্রাসের ঘোষণার একটি প্রেস বিজ্ঞপ্তি বিভিন্ন মিডিয়ায় আমার স্বাক্ষরে প্রেরণ করা হয়। মূলত, এটি ছিল আমাদের ইন্টারনাল গ্রুপের মেসেজ, যা ভুলবশত প্রেস বিজ্ঞপ্তি হিসেবে প্রচারের জন্য মিডিয়া হাউসে প্রেরণ করেছি। স্বাভাবিকভাবেই সংবাদমাধ্যমে সংবাদটি প্রকাশিত হয়েছে।

‌যেহেতু, বিষয়টি আমাদের ইন্টারনাল গ্রুপের মেসেজ ছিল, তাই আমি গতকাল মিডিয়ায় প্রেরিত ‘ইন্টারনেট ট্রান্সমিশনে মূল্য হ্রাসের ঘোষনা বাহন লিমিটেডের‘ শীর্ষক সংবাদ বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নিচ্ছি। পাশাপাশি এই অনিচ্ছাকৃত ভুলের জন্য দুঃখ প্রকাশ করছি।”

ঢাকা/হাসান/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়