ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জাতিসংঘের পুলিশ ইউনিটে ১৫ শতাংশ নারী পাঠাবে বাংলাদেশ

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২২, ১৫ মে ২০২৫  
জাতিসংঘের পুলিশ ইউনিটে ১৫ শতাংশ নারী পাঠাবে বাংলাদেশ

জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের সক্ষমতা জোরদারে বাংলাদেশ বেশ কয়েকটি বিশেষায়িত সামরিক ও পুলিশ ইউনিটের প্রতিশ্রুতি দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার (১৪ মে) বার্লিনে অনুষ্ঠিত জাতিসংঘ শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের সম্মেলনের সমাপনী দিনের বক্তব্যে তিনি এই নতুন প্রতিশ্রুতি ঘোষণা করেছেন।

বাংলাদেশের প্রতিশ্রুতির মধ্যে রয়েছে পুলিশ ইউনিটে ১৫ শতাংশ নারী  শান্তিরক্ষী মোতায়েন, একটি এআই-ইন্টিগ্রেটেড ক্যাম্প সার্ভিল্যান্স অ্যান্ড রেসপন্স সিস্টেম বাস্তবায়ন এবং বিদ্যমান মিশনে ১ দশমিক ৮ মেগাওয়াট সৌর প্যানেল স্থাপন।

বাংলাদেশ প্রতিনিধিদলের উপ-নেতা প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল  আব্দুল হাফিজ একটি  অধিবেশনে প্যানেলিস্ট হিসেবে যোগ দেন।  তিনি  প্রযুক্তির যথাযথ ব্যবহার এবং শান্তিরক্ষীদের কাঠামোগত প্রশিক্ষণের মাধ্যমে শান্তিরক্ষীদের নিরাপত্তা ও সুরক্ষার ওপর জোর দেন। তিনি শান্তিরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহারের আহ্বান জানান।

মন্ত্রী পর্যায়ের সম্মেলনের ফাঁকে পররাষ্ট্র উপদেষ্টা লাইবেরিয়া, পানামা, ইসওয়াতিনি, গিনি, চেক প্রজাতন্ত্র এবং কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। পররাষ্ট্র উপদেষ্টা আন্তর্জাতিক রেড ক্রস কমিটির মহাপরিচালক এবং ইউরোপীয় এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের উপ-মহাসচিবের সঙ্গেও সাক্ষাৎ করেন।

ঢাকা/হাসান/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়