ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দুর্নীতি খ‌তি‌য়ে দেখতে ইসলামিক ফাউন্ডেশনে তদন্ত ক‌মি‌টি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৭, ১৬ মে ২০২৫   আপডেট: ০৯:৩৯, ১৬ মে ২০২৫
দুর্নীতি খ‌তি‌য়ে দেখতে ইসলামিক ফাউন্ডেশনে তদন্ত ক‌মি‌টি

ইসলামিক ফাউন্ডেশনে বি‌ভিন্ন উন্নয়ণ প্রকল্পে অ‌নিয়ম, কর্মকর্তা কর্মচারী‌দের ঘুষ দুর্নী‌তির অ‌ভি‌যোগ দীর্ঘ‌দি‌নের। এবার অনিয়ম ও দুর্নীতি খ‌তি‌য়ে দেখ‌তে তিন সদ‌স্যের এক‌টি তদন্ত ক‌মি‌টি গঠন ক‌রে‌ছে সরকার।

গত বুধবার (১৪ মে) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে‌ছে ধর্ম মন্ত্রণালয়। হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীরকে ক‌মি‌টির প্রধান করা হ‌য়ে‌ছে। 

কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাখাওয়াত হোসেন। ইসলামিক ফাউন্ডেশনের সচিব কমিটিতে সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিটি প্রয়োজনে সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

কমিটি আগামী ৩১ জুলাইয়ের মধ্যে বিগত সরকারের আমলে ইসলামিক ফাউন্ডেশনে যেসব অনিয়ম ও দুর্নীতি হয়েছে- এ বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিল করবে‌।

প্রজ্ঞাপনে বলা হয়, ইসলামিক ফাউন্ডেশনের গত ৬ এপ্রিলের একটি স্মারক এবং ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের গত ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ২২৮তম সভার সিদ্ধান্ত মোতাবেক ইসলামিক ফাউন্ডেশনের অনিয়ম ও দুর্নীতি তদন্তের লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে।

ঢাকা/নঈমুদ্দীন/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়