ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সচিবালয়ে আন্দোলন

অধ্যাদেশ বাতিল না হওয়া পর্যন্ত প্রতিদিন এক ঘণ্টা কর্মবিরতির ঘোষণা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৩, ২৮ মে ২০২৫   আপডেট: ১৫:৩৭, ২৮ মে ২০২৫
অধ্যাদেশ বাতিল না হওয়া পর্যন্ত প্রতিদিন এক ঘণ্টা কর্মবিরতির ঘোষণা

বুধবার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের নেতারা

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ বাতিলের দাবিতে আন্দোলনরত বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম ঘোষণা দিয়েছে যে, দাবি পূরণ না হওয়া পর্যন্ত প্রতিদিন এক ঘণ্টা করে কর্মবিরতি পালন করা হবে। আগামী ৩১ মে’র পর আন্দোলনকারীরা নতুন কর্মসূচি ঘোষণা করবেন বলে জানানো হয়েছে।

বুধবার (২৮ মে) দুপুরে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সঙ্গে বৈঠক শেষে সচিবালয়ে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান মো. বাদিউল কবীর।

এর আগে বুধবার সকালে সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ জারির কারণে সৃষ্ট সংকট নিয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মিজানুর রহমানের সঙ্গে বৈঠক করে সাত সচিবের সমন্বয়ে গঠিত কমিটি।

মো. বাদিউল কবীর বলেছেন, “আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। আগামী ৩১ মে প্রধান উপদেষ্টা দেশে ফিরবেন। এর মধ্যে দুইজন উপদেষ্টা ও তিনজন সচিবের কাছে আমরা স্মারকলিপি দেব। কর্মবিরতির পাশাপাশি স্মারকলিপি দেওয়াও আমাদের কর্মসূচির অংশ। ৩১ মের পরে আমরা নতুন কর্মসূচি ঘোষণা করব। যদি কোনো ইতিবাচক ফল না আসে, তাহলে আন্দোলন চলতেই থাকবে। সেটা মাঠ পর্যায়ে হবে নাকি অবস্থান কর্মসূচি, সেটা পরে জানানো হবে। তবে, আন্দোলন থেকে সরে আসার কোনো সুযোগ নেই।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঐক্য ফোরামের সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক শামসুল হক, অর্থ সম্পাদক সালমা পারভীনসহ অন্য কর্মকর্তা-কর্মচারীরা।

ঢাকা/এএএম/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়