ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

লিবিয়া থেকে ফিরলেন ১৫০ বাংলাদেশি

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৭, ২৮ মে ২০২৫   আপডেট: ১৬:১৪, ২৮ মে ২০২৫
লিবিয়া থেকে ফিরলেন ১৫০ বাংলাদেশি

ভয়ঙ্কর পথ পাড়ি দিয়ে আর যেন কেউ লিবিয়ায় না যান, এ বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা

লিবিয়া থেকে বুধবার (২৮ মে) সকালে দে‌শে ফিরেছেন ১৫০ বাংলাদেশি। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ার রাজধানী ত্রিপোলিস্থ বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় লিবিয়ার বেনগাজির পার্শ্ববর্তী অঞ্চল থেকে স্বেচ্ছায় দেশে ফিরতে ইচ্ছুক ১৫০ জন অনিয়মিত বাংলাদেশিকে বুধবার ভোর ৬টা ২৫ মি‌নি‌টে বুরাক এয়ারলাইন্সের (ফ্লাইট নম্বর ইউজেড২২২) ফ্লাইটে করে বাংলাদেশে প্রত্যাবাসন করা হয়েছে।

ফেরত আসা বাংলাদেশিদের বেশিরভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে পাচারকারীদের প্ররোচনায় ও সহযোগিতায় লিবিয়ায় অনুপ্রবেশ করেন। তাদের অধিকাংশই লিবিয়ায় বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন।

এই ভয়ঙ্কর পথ পাড়ি দিয়ে আর যেন কেউ লিবিয়ায় না যান, এ বিষয়ে তাদেরকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

আইওএমের পক্ষ থেকে লিবিয়া থেকে প্রত্যাবাসনকৃত প্রত্যেককে ৬ হাজার টাকার খাদ্যসামগ্রী উপহার, চিকিৎসাসেবা এবং প্রয়োজনে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে।

ঢাকা/হাসান/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়