কমলাপুরসহ দেশের ৪৫ রেলস্টেশনে আনসার মোতায়েন
ফাইল ফটো
ঈদুল আজহা উপলক্ষে কমলাপুরসহ দেশের ৪৫ রেলস্টেশনে যাত্রীসেবা, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে আনসার সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ঈদুল আজহা উপলক্ষে ট্রেনযোগে যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করার লক্ষ্যে এবং যাত্রীসেবা নিশ্চিত করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কর্তৃক ঢাকা মহানগর আনসার পূর্ব জোন থেকে ১৫ দিনের জন্য কমলাপুর রেলওয়ে স্টেশনে মোট ৭৪ জন অঙ্গীভূত আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।
এছাড়া, দেশের ৪৫টি গুরুত্বপূর্ণ রেলস্টেশনে ৫২৫ জন আনসার সদস্য রেলওয়ে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকবেন। তারা বৃহস্পতিবার ( ২৯ মে) থেকে আগামী ১২ জুন পর্যন্ত দায়িত্ব পালন করবেন।
ঢাকা/এমআর/রাজীব