ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাজধানীতে আলাদা ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু

মেডিকেল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৯, ৩০ মে ২০২৫  
রাজধানীতে আলাদা ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু

রাজধানীর শাহবাগের মালেক শাহ মাজার ও ডেমরা বড় ভাঙ্গায় আলাদা ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজন নিহত হয়েছেন। 

নিহতরা হলেন মোহাম্মদ আল-আমিন (৩৫) এবং মোহাম্মদ  আয়নাল হোসেন (৩০)। 

বৃহস্পতিবার (২৯ মে) রাত সারে ১২টা এবং রাত আড়াইটার দিকে দুজনকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

আয়নালের সহকর্মী মোহাম্মদ বাবুল রেজা জানান, আয়নাল পেশায় দর্জির কাজ করত। রাতে কাজ শেষ করে বাসায় ফেরার পথে সচিবালয়ের বিপরীতে মালেক শাহ মাজারের সামনের রাস্তা পার হওয়ার সময় জমে থাকা বৃষ্টির পানির নিচে বিদ্যুতের তারে পা জাড়িয়ে তিনি পড়ে যান। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে সেখান থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। 

আয়নালের বাড়ি লক্ষ্মীপুর সদরে। বাবার নাম গফুর মোল্লা।

অপরদিকে, আল-আমিনের ভাই মোহাম্মদ হাবিব জানান, আল-আমিন ব্যাটারি চালিত অটোরিকশা চালক ছিলেন। গত রাতে গ্যারেজে রিকশার ব্যাটারি চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে রাত আড়াইটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আল-আমিনের বাড়ি শেরপুর জেলার নালিতাবাড়ী থানার কাপাসিয়ায়। বাবার নাম শামসুদ্দিন মিয়া। ডেমরার বড়ভাঙ্গা এলাকায় একটি ভাড়া বাসায় স্ত্রী-সন্তান নিয়ে থাকতেন তিনি।  

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, ‘‘মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের  জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানায় ঘটনা অবগত করা হয়েছে।’’

ঢাকা/বুলবুল//

সর্বশেষ

পাঠকপ্রিয়