ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাজধানীতে বসছে ১৯টি অস্থায়ী কোরবানির পশুর হাট 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৪, ৩১ মে ২০২৫   আপডেট: ১৭:২৮, ৩১ মে ২০২৫
রাজধানীতে বসছে ১৯টি অস্থায়ী কোরবানির পশুর হাট 

ফাইল ফটো

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাজধানীজুড়ে বসছে মোট ১৯টি অস্থায়ী কোরবানির পশুর হাট। ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ১০টি এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ৯টি হাট বসানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। এর বাইরে আরো কিছু হাটের দরপত্র আহ্বান করা হলেও আইনি জটিলতা ও প্রশাসনিক অচলাবস্থার কারণে সেগুলো অনিশ্চিত।

ঢাকা দক্ষিণে ৯ হাট চূড়ান্ত, আন্দোলনের কারণে ঝুলে আছে কার্যাদেশ
ডিএসসিসি এলাকায় শুরুতে ১১টি অস্থায়ী হাট বসানোর পরিকল্পনা থাকলেও আইনি জটিলতা ও রাজনৈতিক কারণে আফতাবনগর ও মেরাদিয়া হাট স্থগিত করা হয়েছে। নয়টি হাট চূড়ান্ত হয়েছে। এর মধ্যে কয়েকটি হাটে সর্বোচ্চ দর পাওয়া গেলেও আন্দোলনের কারণে কার্যাদেশ দেওয়া সম্ভব হয়নি।

আরো পড়ুন:

ঢাকা দক্ষিণের ৯ হাট হলো:
১. উত্তর শাহজাহানপুর মৈত্রী সংঘ ক্লাবের খালি জায়গা।
২. পোস্তগোলা শ্মশানঘাটের পশ্চিম পাশের নদীপাড়
৩. রহমতগঞ্জ ক্লাব-সংলগ্ন খালি জায়গা।
৪. হাজারীবাগ ইনস্টিটিউট অব লেদার টেকনোলজির পূর্ব পাশ।
৫. আমুলিয়া আলীগড় মডেল কলেজের উত্তর পাশ।
৬.. সাদেক হোসেন খোকা মাঠের দক্ষিণ পাশ।
৭. কমলাপুর সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টার-সংলগ্ন খালি জায়গা।
৮. শ্যামপুর-কদমতলী ট্রাক স্ট্যান্ড-সংলগ্ন খালি জায়গা।
৯. মেরাদিয়া বাজারের পূর্ব পাশের খালপাড়।

ডিএসসিসির সম্পত্তি কর্মকর্তা হাসিবা খান জানিয়েছেন, সর্বোচ্চ দর পাওয়া হাটগুলোতে কার্যাদেশ দেওয়ার প্রস্তুতি ছিল। কিন্তু, আন্দোলনে নগর ভবন তালাবদ্ধ থাকায় তা সম্ভব হয়নি। অন্য চারটি হাটের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. জিল্লুর রহমান বলেছেন, আমরা ইতোমধ্যে পাঁচটি হাটের ইজারা সম্পন্ন করেছি। বাকি চারটি ঈদের আগেই সম্পন্ন হবে বলে আশা করছি।

ঢাকা উত্তরে প্রস্তুত ১০ হাট
ডিএনসিসি এলাকায় ১০টি হাটের প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। হাটগুলোর মধ্যে অধিকাংশের ইজারা চূড়ান্ত হয়েছে। কয়েকটি হাটে এখনো আনুষঙ্গিক প্রক্রিয়া চলমান।

ডিএনসিসির হাটগুলো হলো:

১. ভাটারা সুতিভোলা খাল-সংলগ্ন খালি জায়গা।
২. উত্তরা দিয়াবাড়ী ১৬ ও ১৮ নম্বর সেক্টর-সংলগ্ন বউবাজার এলাকা। 
৩. বাড্ডা ইস্টার্ন হাউজিং আফতাবনগর।
৪. মিরপুর ৬ নম্বর ওয়ার্ডের ইস্টার্ন হাউজিং।
৫. মোহাম্মদপুর বছিলা ৪০ ফুট রাস্তার পাশে।
৬. ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট-সংলগ্ন খালি জায়গা।
৭. খিলক্ষেত থানাধীন মস্তুল চেকপোস্ট-সংলগ্ন মাঠ।
৮ ভাটুলিয়া সাহেব আলী মাদ্রাসা থেকে রানাভোলা স্লুইসগেট পর্যন্ত খালি জায়গা।
৯. মিরপুর কালশী বালুর মাঠ।
১০. কাঁচকুড়া বাজার-সংলগ্ন খালি জায়গা।

ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ বলেছেন, নগরবাসীর চাহিদা ও সুবিধার কথা মাথায় রেখেই আমরা ১০টি হাট নির্ধারণ করেছি। দ্রুতই সব প্রক্রিয়া সম্পন্ন হবে।

স্থায়ী হাট
অস্থায়ী হাট ছাড়াও ডিএনসিসির গাবতলী ও ডিএসসিসির সারুলিয়া হাটে পশু বিক্রি হবে। এসব হাটে অতিরিক্ত চাপ সামাল দিতে শেড নির্মাণ ও অন্যান্য প্রস্তুতি নেওয়া হচ্ছে।

ডিএসসিসির এক কর্মকর্তা বলেছেন, চলমান রাজনৈতিক অস্থিরতা ও আইনি জটিলতার মধ্যেও ঢাকায় এবার মোট ১৯টি অস্থায়ী পশুর হাট বসানো হচ্ছে। উত্তরের হাটগুলো বেশিরভাগ প্রস্তুত থাকলেও দক্ষিণে আন্দোলনের কারণে কিছু হাটের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। 

ঢাকা/এএএম/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়