ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ব্যবসায়ীদের বিশাল বহর নিয়ে ঢাকায় এলেন চীনের বাণিজ্যমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৩, ৩১ মে ২০২৫  
ব্যবসায়ীদের বিশাল বহর নিয়ে ঢাকায় এলেন চীনের বাণিজ্যমন্ত্রী

চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাওয়ের নেতৃত্বে ২০০ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধিদল শনিবার (৩১ মে) ঢাকায় এসেছে। 

শনিবার (৩১ মে) বিকেলে ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে চীনা প্রতিনিধিদলের সঙ্গে বাণিজ্য উপদেষ্টার বৈঠক হওয়ার কথা রয়েছে।

প্রতিনিধিদলটি আগামীকাল রবিবার (১ জুন) বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত সেমিনারে অংশ নেবে। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। 

এছাড়াও, চীনা প্রতিনিধিদল জয়েন্ট ইকোনমিক কমিটির বৈঠকে অংশ নেবে এবং বাংলাদেশের বিভিন্ন অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করবে।

চীনা প্রতিনিধিদলের সদস্যরা ঢাকা সফরকালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে পৃথক বৈঠক করবেন। সফরকালে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্কই প্রধান আলোচ্য বিষয় হবে। এই সফরের মাধ্যমে বাংলাদেশে চীনা বিনিয়োগ আরো বাড়বে বলে আশা করা হচ্ছে।

ঢাকা/হাসান/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়