ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঈদুল আজহা: বাড়ি ফেরা শুরু

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪০, ১ জুন ২০২৫  
ঈদুল আজহা: বাড়ি ফেরা শুরু

ছবি: রাইজিংবিডি

ঈদুল আজহায় পরিবার-পরিজনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়তে শুরু করেছেন সাধারণ মানুষ। অনেকের ছুটি আগে হওয়ায় যানজট এড়াতে আগেই বাড়ি ফিরছেন।

রবিবার (১ জুন) বিকেলে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে সরেজমিনে গিয়ে দেখা যায়, সাধারণ সময়ের মত যাত্রীরা টিকিট কেটে বাড়ি যাচ্ছেন। অন্যান্যবার ঈদকে কেন্দ্র করে যেমন সাধারণ মানুষের চাপ থাকে সেটা দেখা যায়নি। পরিবহন মালিকরা আশা করছেন, আগামী বুধ থেকে বৃহস্পতিবার তাদের টিকিট বিক্রি বাড়ার সম্ভাবনা আছে।

আরো পড়ুন:

মেহেরপুরের যাত্রী ফারিয়া তাবাসসুম নিগার রঈশা রাইজিংবিডিকে বলেন, “পরিবারের সবাই মিলে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য বাড়ি যাচ্ছি। পরিবারের ছোট বাচ্চা আছে তাই আগেই যাচ্ছি।এবারের ঈদযাত্রা গত কয়েকবারের তুলনায় অনেক স্বস্তিদায়ক।”

ঝিনাইদহের যাত্রী কাইয়ুম চৌধুরী রাইজিংবিডিকে বলেন, “আজ গাবতলীতে আগের মতো ভিড় নেই। আর ঈদে বাস মালিকরা যে বাড়তি ভাড়া নিতো এখন পর্যন্ত দেখলাম না। আমার কাছ থেকে আগের ভাড়াই নিয়েছে। গাড়ি সঠিক সময় মতো ছেড়ে যাচ্ছেন।”

খুলনা পাইকগাছার যাত্রী মেহেদি হাসান রাইজিংবিডিকে বলেন, “আমি আগে পাইকগাছায় যেতাম ৫০০ থেকে ৬০০ টাকা টিকিটে, আজ এইচআর পরিবহন আমার কাজ থেকে চেয়েছে ৯৫০ টাকা। ঈদ আসলে বাস মালিকরা বেশি ভাড়া নেয়। কর্তৃপক্ষের কাছে অনুরোধ এই বিষয়গুলো নিয়ে তদারকি করা।”

সোহাগ পরিবহনের বুকিং ক্লার্ক আব্দুল জলিল রাইজিংবিডিকে বলেন, “এখন পর্যন্ত ঈদের যাত্রীর চাপ নেই। ঈদের দুই-তিন দিন থাকতে যাত্রীদের চাপ বাড়বে। বিআরটিএ কর্তৃক নির্ধারিত ভাড়ায় টিকিট বিক্রি করছি।”

বিআরটিএ নির্বাহী ম্যাজিস্ট্রেট (আদালত-৭) মো. ইব্রাহিম রাইজিংবিডিকে বলেন, “ঈদযাত্রা উপলক্ষে গাবতলী বাস টার্মিনালে নির্ধারিত ভাড়ায় টিকিট বিক্রি হচ্ছে কিনা আমরা তা তদারকি করে দেখছি। আমরা যাত্রীদের কোনো অভিযোগ পেলে সাথে সাথে পদক্ষেপ নিচ্ছি।”

ঢাকা/রায়হান/সাইফ 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়