ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শাহজালালের সার্ভার বন্ধ থাকবে ৩ ঘণ্টা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৮, ৩ জুন ২০২৫  
শাহজালালের সার্ভার বন্ধ থাকবে ৩ ঘণ্টা

ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ ৩ ঘণ্টা সার্ভার বন্ধ থাকবে। 

মঙ্গলবার (৩ জুন) দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এসআইটিএ সার্ভার রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালিত হবে। এই সময়ে সার্ভার নির্ভর চেক-ইন ও অন্যান্য প্রক্রিয়াগুলো সাময়িকভাবে বন্ধ থাকবে।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ জানান, এই ৩ ঘণ্টায় নির্ধারিত এয়ারলাইন্সসমূহ ম্যানুয়ালি চেক-ইন কার্যক্রম সম্পন্ন করবে।

তিনি জানান, যাত্রীসেবা নিশ্চিত করতে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। যাত্রীদের নিজ নিজ এয়ারলাইন্স থেকে নির্ধারিত সময় অনুযায়ী বিমানবন্দরে যথাসময়ে রিপোর্ট করার অনুরোধ জানানো হচ্ছে। এ বিষয়ে বিচলিত না হয়ে সবার আন্তরিক সহযোগিতা কামনা করছি।

ঢাকা/হাসান/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়