ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিআরটিসির ‘ঈদ স্পেশাল সার্ভিস’ শুরু

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৬, ৩ জুন ২০২৫   আপডেট: ১১:৫৯, ৩ জুন ২০২৫
বিআরটিসির ‘ঈদ স্পেশাল সার্ভিস’ শুরু

বিআরটিসি বাস (ফাইল ফটো)

ঈদুল আজহা উপলক্ষে শুরু হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি’র) বাসের ঈদ স্পেশাল সার্ভিস। 

মঙ্গলবার (৩ জুন) থেকে এ ঈদ স্পেশাল সার্ভিস চলবে আগামী ১৪ জুন পর্যন্ত।

এবারের ঈদযাত্রায় ঈদ স্পেশাল সার্ভিসে নিয়মিত বাস রুটের বাইরে প্রায় ৬৫০টি বাস চলাচল করবে। গত ২৪ মে থেকে বিআরটিসির সংশ্লিষ্ট ডিপো থেকে অগ্রিম টিকিট বিক্রয় শুরু হয়েছে।

সোমবার (২ জুন) রাজধানীর মতিঝিলের বিআরটিসির প্রধান কার্যালয়ে এ উপলক্ষ আয়োজিত সভায় বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা জানান, সারা দেশে ঘরমুখো মানুষের সহজ, সাশ্রয়ী ও আরামদায়ক যাত্রা নিশ্চিত করতে প্রতি বছরের ন্যায় এবারও বিআরটিসির ‘ঈদ স্পেশাল সার্ভিস’ চলাচল করবে। গাড়ি নির্ধারিত সময়ে ছেড়ে যাবে, গাড়িতে অতিরিক্ত যাত্রী পরিবহন করা যাবে না এবং বিআরটিএ’র নির্ধারিত ভাড়ার বেশি নেওয়া যাবে না।

তিনি বলেন, ‘‘সাধারণ যাত্রীরা যেন নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে বাড়ি আসা-যাওয়া করতে পারেন সেই বিষয়ে সতর্ক দৃষ্টি রাখতে হবে। ঈদ সার্ভিসে যাত্রীসেবা দেওয়া কোনো গাড়ি যেন রাস্তায় বন্ধ হয়ে না যায়- সেজন্য কারিগরি বিভাগ থেকে যাত্রা শুরু আগের দিনই প্রতিটি গাড়ির ফিটনেস পরীক্ষা করে একটা সনদ দিতে হবে।’’ 

বিআরটিসি কতৃপক্ষ জানিয়েছে, ঈদে নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি গাড়িতে চালকের নাম, মোবাইলফোন নম্বর, গাড়ির রেজিস্ট্রেশন নম্বর, প্রধান কার্যালয়ের কন্ট্রোল রুমের নম্বর সম্বলিত স্টিকার লাগানোর নির্দেশনা দেওয়া হয়েছে। যাতে করে যাত্রীরা যে কোনো সমস্যার বিষয়ে বিআরটিসিকে অবগত করতে পারে।

যাত্রীসেবার মানোন্নয়ন এবং এ সমস্ত নির্দেশনা বাস্তবায়ন করার লক্ষ্যে প্রধান কার্যালয়সহ সকল ডিপো ইউনিটে ২৪/৭ কন্ট্রোল রুম (টেলিফোন: ০২ ৪১০৫৩০৪২, মোবাইল: ০১৩২৪২৯৩৯৭৪) চালু করা হয়েছে।

ঢাকা/হাসান/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়