ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঢাকার গাবতলীতে নজর কাড়ছে আফগানি উট

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৮, ৩ জুন ২০২৫   আপডেট: ১২:৪৯, ৩ জুন ২০২৫
ঢাকার গাবতলীতে নজর কাড়ছে আফগানি উট

গাবতলীর পশুর হাটে আফগানি উট

ঈদুল আজহায় ধীরে ধীরে জমে উঠেছে রাজধানী ঢাকার পশুর হাট। এসব হাটে কোরবানির পশু হিসেবে গরু-ছাগলের পাশাপাশি ভেড়া, দুম্বা, মহিষ এবং উটও বিক্রি হচ্ছে। এবার গাবতলীর পশুর হাটে ক্রেতাদের নজর কাড়ছে একটি আফগানি উট।

সোমবার (২ জুন) রাজধানীর গাবতলীর পশুর হাটে গিয়ে দেখা যায়, আজমাইন এগ্রোতে একটি আফগানি উট ঘিরে ক্রেতা ও দর্শনার্থীদের আগ্রহের কমতি নেই। অনেকে হাত দিয়ে প্রথম বারের মত উট ধরে দেখছেন, আবার কেউ কেউ উটটির সঙ্গে ছবি তুলছেন।

আরো পড়ুন:

আজমাইন এগ্রো ’র স্বত্বাধিকারী আমজাদ বেপারী রাইজিংবিডিকে বলেন, ‘‘এই উটটি যখন ছোট ছিল তখন এক ব্যবসায়ী কার্গো প্লেনে করে আফগানিস্তান থেকে নিয়ে এসেছে। এবার আমরা খামারির থেকে কিনে নিয়ে আসছি। এখন আমরা এই উটটির দাম চাচ্ছি ২৮ লাখ টাকা। অনেকে এসে দেখে যাচ্ছে। আশা করি ঈদের আগে কেউ নিয়ে যাবে।’’ 

রাজধানীর পুরান ঢাকা থেকে গাবতলীর এই কোরবানির পশুর হাটে এসেছেন আব্দুল হাকিম। তিনি রাইজিংবিডিকে বলেন, ‘‘মূলত আমরা কুরবানি দেই একমাত্র আল্লাহ পাকের নৈকট্য ও সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে। আমাদের দেশে এখনো উট-দুম্বা কোরবানি দেওয়ার প্রচলন হয়ে উঠেনি। উট আরব দেশে কোরবানি দেওয়া হয়। আমি দেখতে আসলাম। প্রথম নিজের চোখে উট দেখে ভালো লাগলো। বইতে কত উটের ঘটনা পড়ছি।’’ 

গাবতলীর হাটের বেপারীরা বলেন, ‘‘হাট এখন পর্যন্ত পুরোপুরি জমে উঠেনি। আশা করি আগামীকাল থেকে আমাদের বিক্রি বাড়বে। এখন সবাই এসে দেখে যাচ্ছে। আবার কারো দাম মিললে ও পছন্দ হলে নিয়ে যাচ্ছে। এবার ক্রেতাদের চাহিদার অনুযায়ী সব ধরনের গরু, মহিষ, ছাগল ইত্যাদি নিয়ে আসা হয়েছে।’’ 

ঢাকা/রায়হান/টিপু 

সর্বশেষ

পাঠকপ্রিয়