ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঈদুল আজহায় নিরাপত্তা: আইনশৃঙ্খলা বাহিনীর ছুটি বাতিল

বি‌শেষ প্রতি‌বেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৫, ৩ জুন ২০২৫   আপডেট: ১৫:৫০, ৩ জুন ২০২৫
ঈদুল আজহায় নিরাপত্তা: আইনশৃঙ্খলা বাহিনীর ছুটি বাতিল

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী

পবিত্র ঈদুল আজহা উপল‌ক্ষে জানমা‌লের নিরাপত্তা বিধা‌নে আইনশৃঙ্খলা বাহিনীর ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (৩ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঈদযাত্রা নি‌য়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে তিনি একথা জানান।

উপদেষ্টা বলেন, ‘‘ঈদের ১০ দিনের ছুটি সামনে রেখে রাজধানীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কঠোর ব্যবস্থা নিয়েছে সরকার।’’ 

এরই মধ্যে সব শহরে এবং সব জায়গায় ফোর্স সক্রিয়ভাবে মাঠে নেমে গেছে বলেও জানান তিনি।

দেশের কোনো জায়গায় যেন কোনো সমস্যা না হয় সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী সজাগ দৃষ্টি রাখছে জা‌নি‌য়ে জাহাঙ্গীর আলম চৌধুরী ব‌লেন, ‘‘আশা করছি কোনো সমস্যা হবে না। আপনারা নির্বিঘ্নে ঈদ উদযাপন করুন।’’ 

এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিযুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরী, মালিক শ্রমিক ঐক্য পরিষদের সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান খান শিমুল বিশ্বাস উপস্থিত ছিলেন।

ঢাকা/নঈমুদ্দীন/টিপু 

সর্বশেষ

পাঠকপ্রিয়