ঈদে ২৪ ঘণ্টা খোলা ফিলিং স্টেশন
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ফিলিং স্টেশনসমূহ সার্বক্ষণিক খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
বুধবার (৪ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঈদুল আজহার সময় যান চলাচল স্বাভাবিক রাখতে এবং যাত্রীদের যাতায়াতে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে ফিলিং স্টেশনগুলো সার্বক্ষণিক চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঈদের দিনসহ আগের ৭ দিন এবং ঈদের পরের ৫ দিন ফিলিং স্টেশনসমূহ সার্বক্ষণিক খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে এতে উল্লেখ করা হয়েছে।
ঢাকা/হাসান/ইভা