ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৩, ৪ জুন ২০২৫   আপডেট: ১৪:১৮, ৪ জুন ২০২৫
জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

ফাইল ফটো

হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত আগামী ৭ জুন সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূল থাকলে প্রধান জামাত বায়তুল মোকাররম মসজিদে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।

বুধবার (৪ জুন) সরকারি এক তথ্য বিবরণীতে ঈদের প্রধান জামাতের কথা জানানো হয়েছে।
 
এতে বলা হয়, প্রতি বছরের মতো এবারও বায়তুল মোকাররম মসজিদে পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। বায়তুল মোকাররমে প্রথম জামাত সকাল ৭টায় এবং দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও শেষ জামাত পর্যায়ক্রমে সকাল ৮টা, ৯টা, ১০টা এবং ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।

তথ্য বিবরণীতে বলা হয়, জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত জামাত টেলিভিশনগুলোতে সরাসরি সম্প্রচার করা হবে বলে আশা করা হচ্ছে। এছাড়া, ঢাকা শহরের প্রসিদ্ধ মসজিদগুলোর ঈদ জামাত ও বৃহত্তর জেলাগুলোর প্রধান জামাতের সময়সূচি ঈদের আগের দিন গণমাধ্যমে  জানানো হবে। 

ঢাকা/হাসান/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়