ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

১০ দিনের ছুটি শুরু বৃহস্পতিবার 

শেষ কর্মদিবসেও সচিবালয়ে কর্মচাঞ্চল্য 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৭, ৪ জুন ২০২৫  
শেষ কর্মদিবসেও সচিবালয়ে কর্মচাঞ্চল্য 

বাংলাদেশ সচিবালয় (ফাইল ফটো)

ঈদুল আজহার আগে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শেষ কর্মদিবস ছিল আজ বুধবার (৪ জুন)। আগামীকাল বৃহস্পতিবার (৫ জুন) শুরু হচ্ছে টানা ১০ দিনের ছুটি। শেষ কর্মদিবসেও সচিবালয় ও অন্যান্য সরকারি দপ্তরে ছিল স্বাভাবিক কর্মচাঞ্চল্য।

বুধবার সকাল থেকেই সচিবালয়ে তথ্য, বাণিজ্য, স্বাস্থ্য, গৃহায়ন ও গণপূর্ত, খাদ্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয় ঘুরে দেখা গেছে, কর্মকর্তা-কর্মচারীরা প্রতিদিনের মতোই অফিস করছেন। হাজিরাও ছিল সন্তোষজনক। সচিবালয়ে গাড়ি রাখার স্থানগুলো ছিল গাড়িতে পূর্ণ। প্রধান গেট ও অভ্যর্থনা কক্ষে ছিল দর্শনার্থীদের আনাগোনা।

বিভিন্ন দপ্তরে গিয়ে দেখা যায়, অনেকে সহকর্মীদের সঙ্গে আগাম ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন। লিফট চালক, নিরাপত্তাকর্মী ও অন্যান্য সেবাদানকারী কর্মীরা ঈদের ‘বকশিশ’ আদায়ে সরব ছিলেন। সবার মধ্যে উৎসবের আবহ দেখা গেলেও কাজের গতি ছিল স্বাভাবিক।

এবার ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ৭ জুন (শনিবার)। এ উপলক্ষে নির্বাহী আদেশে ১১ ও ১২ জুন (বুধবার ও বৃহস্পতিবার) ছুটি ঘোষণা করা হয়েছে। এর ফলে ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত সরকারি চাকরিজীবীরা টানা ১০ দিনের ছুটি পাচ্ছেন।

অনেকে ছুটির পুরোটা সময় গ্রামের বাড়িতে কাটাতে চান। যেসব কর্মকর্তা দূর-দূরান্তে ঈদ উদযাপন করতে যাবেন, তাদের অনেকেই একটু আগে আগে কর্মস্থল ত্যাগ করেছেন।

ঈদ উপলক্ষে রাজধানীর বাস, রেল ও লঞ্চ টার্মিনালগুলোতে ঘরমুখো মানুষের ভিড় ক্রমেই বাড়ছে।

ঢাকা/এএএম/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়