ঈদযাত্রা: বাস টার্মিনালে ভিড়, পথে পথে ঘরমুখো মানুষ
মুসলমানদের বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা আর মাত্র একদিন পর। প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে বৃহস্পতিবার (৫ জুন) ভোর থেকে ঢাকা ছাড়ছেন রাজধানীবাসী। মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালে থেকে একের পর ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস। এদিনও কাউন্টারগুলোতে টিকিটের জন্য ছিল দীর্ঘ লাইন।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীর সংখ্যাও বাড়ছে কাউন্টারগুলোতে। এছাড়া, রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যাগ হাতে যাত্রীদের বাস কাউন্টার, রেল স্টেশন ও সদর ঘাটের দিকে যেতে দেখা গেছে।
মহাখালী বাস টার্মিনালে টিকিটের জন্য অপেক্ষারত যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও অনেকেই পাচ্ছেন না কাঙ্ক্ষিত টিকিট। তাদের অভিযোগ, সামনে লাইনে দাঁড়িয়ে থাকার পরও কাউন্টারের পেছনের দরজা দিয়ে টিকিট বাণিজ্য চলছে।
পরিবহন সংশ্লিষ্টদের দাবি, ঈদযাত্রায় অতিরিক্ত চাপ এবং পর্যাপ্ত বাস না থাকায় সবাইকে টিকিট দেওয়া সম্ভব হচ্ছে না। যানজটের কারণে ঢাকা ছেড়ে যাওয়া বাসগুলো ফিরতে দেরি হচ্ছে। বাস না আসায়, আগাম টিকিট কাটা যাত্রীরা অপেক্ষা করছেন। বাস পৌঁছালেই দ্রুত ছাড়ার ব্যবস্থা করা হচ্ছে।
এদিকে, অনেক যাত্রী গণপরিবহন না পেয়ে খোলা ট্রাক ও পিকআপে করে বাড়ি যাচ্ছেন। যানজট সৃষ্টি না হলেও যানবাহনের ধীরগতির কারণে যাত্রীদের কিছুটা ভোগান্তি পোহাতে হচ্ছে।
আজ সকালে মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালে ময়মনসিংহগামী বাসের কাউন্টারগুলোর সামনে যাত্রীদের দীর্ঘ অপেক্ষা করতে দেখা গেছে। নারী, শিশু ও বয়স্কদের দীর্ঘ সময় ধরে বাসের অপেক্ষয় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। কেউ কেউ ক্লান্ত হয়ে টার্মিনালের ফ্লোরেই বসে বিশ্রাম নিচ্ছেন। সময় মতো বাস না ছাড়ার কারণে ভোগন্তি পোহাতে হচ্ছে যাত্রীদের।
ময়মনসিংহ যাওয়ার জন্য স্ত্রী ও তিন বছরের সন্তানকে নিয়ে মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালে ইউনাইটেড পরিবহনের কাউন্টারের বাইরে অপেক্ষা করছিলেন হেলাল উদ্দিন। তিনি বলেন, “প্রায় এক ঘণ্টা ধরে বাসের জন্য অপেক্ষা করছি। শুনছি, একটু পরে বাস চলে আসবে। একটুপর একটুপর বলতে বলতে ঘণ্টা পেরিয়ে যাচ্ছে। বাস আসার নাম নেই। স্ত্রী ও বাচ্চার কষ্ট হচ্ছে।”
বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ১০ দিনের টানা ছুটি। গত বুধবার বিকেল থেকে অনেক যাত্রী ঢাকা ছেড়েছেন।
ঢাকা/এনটি/মাসুদ