দেশবাসীকে প্রধান উপদেষ্টার ঈদের শুভেচ্ছা
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
ঈদের নামাজ শেষে শুভেচ্ছা জানাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহম্মদ ইউনূস
দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ শনিবার (৭ জুন) সকাল সাড়ে ৭টায় জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতে অংশ নেন প্রধান উপদেষ্টা। নামাজ শেষে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান তিনি।
এ সময় দেশবাসীর উদ্দেশে ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘‘সবাইকে ঈদ মোবারক। সবাই দেশের মঙ্গলের জন্য দোয়া করবেন।’’ পরে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাতে উপদেষ্টা পরিষদের বিভিন্ন সদস্য, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, রাজনৈতিক নেতা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকেরা নামাজ আদায় করেন।
এ জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক। সকাল সাড়ে ৭টায় প্রধান জামাত শুরু হয়। শেষ হয় পৌনে ৮টায়।
এর আগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৭টায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। সেখানে ঈদের মোট পাঁচটি জামাত অনুষ্ঠিত হয়। রাজধানীর বিভিন্ন মসজিদ ও ঈদগাহে ঈদের জামাত হয়।
ঢাকা/হাসান/বকুল