ঈদের দিন রাজধানীতে স্বস্তির বৃষ্টি
দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। সকাল থেকে ভ্যাপসা গরম ছিল রাজধানী জুড়ে। দুপুর সাড়ে ১২টার পর বৃষ্টি নামে রাজধানীতে। সেই সঙ্গে ছিল বাতাস। ফলে স্বস্তি মিলেছে রাজধানীবাসীর। বৃষ্টির কারলে কমেছে সকালের ভ্যাপসা গরমও।
আবহাওয়া অফিস বলছে, আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এতে সিনপটিক অবস্থা সম্পর্কে জানানো হয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, শনিবার (৭ জুন) সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯২ শতাংশ। আজকের দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ ডিগ্রি সেলসিয়াস।
পূর্বাভাসে আরো বলা হয়, আজ রাজধানীতে সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে এবং রবিবার (৮ জুন) সূর্যোদয় হবে ভোর ৫টা ১০ মিনিটে। শেষ ২৪ ঘণ্টায় ঢাকায় ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
ঢাকা/হাসান/মাসুদ